Hooghly News: বিশ্বকর্মা পুজোর ভোগ আনতে গিয়ে মাটির দেওয়াল চাপা পড়ল সাত বছরের শিশু

Last Updated:

মনের আনন্দে বিশ্বকর্মা পুজোর ভোগ আনতে গিয়েছিল। কিন্তু সেখানেই মাটির দেওয়াল চাপা পড়ল সাত বছরের উমা!

হুগলি: বিশ্বকর্মা পুজোর ভোগ আনতে গিয়ে মাটির দেওয়াল চাপা পড়ল সাত বছরের কিশোরী। মর্মান্তিক ঘটনাটি জয়রামবাটি এলাকার। দুর্ঘটনার পরে গ্রামবাসীরাই কোদাল দিয়ে মাটি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়রামবাটিতে একটি মাঠের মধ্যে মাটির ছোট্ট একচালা ঘরে বিশ্বকর্মা পুজো হয়েছে। এদিন দুপুরে উমা বক্সী নামে বছর সাতেকের ওই কিশোরী সেখানে ভোগ আনতে যায়। এদিকে টানা বৃষ্টি হওয়ায় মাটির দেওয়াল বিপজ্জনক অবস্থায় ছিল। সেটাই কোনভাবে ওই কিশোরীর উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ছুটে আসেন। তাঁরাই উদ্যোগ নিয়ে কোদাল দিয়ে মাটি সরিয়ে উমাকে উদ্ধার করেন।
advertisement
advertisement
দ্রুত ওই শিশুকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজে। সেখানে জরুরি ভিত্তিতে তার চিকিৎসা শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই মাটির ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ছিল। না হলে আরও বড় বিপদ ঘটতে পারত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বিশ্বকর্মা পুজোর ভোগ আনতে গিয়ে মাটির দেওয়াল চাপা পড়ল সাত বছরের শিশু
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement