Hooghly News: চন্দ্রযান তৈরিতে সামিল চন্দ্রকান্ত এবং শশিকান্ত, দুই ছেলের সাফল‍্যে গর্বিত বাবা-মা

Last Updated:

দুই ছেলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় রয়েছেন। মিশন চন্দ্রযান-৩ সফল হোক চাইছেন ইসরোয় কর্মরত চন্দ্রকান্ত ও শশিকান্ত কুমারের পরিবার।

+
চন্দ্রযান

চন্দ্রযান তৈরিতে সামিল চন্দ্রকান্ত এবং শশিকান্ত, দুই ছেলের সাফল‍্যে গর্বিত বাবা-মা

হুগলি: মিশন চন্দ্রযান-৩ সফল হোক চাইছেন ইসরোয় কর্মরত চন্দ্রকান্ত ও শশিকান্ত কুমারের পরিবার। চন্দ্রযান-২ এর যোগাযোগের অ্যান্টেনার ডিজাইনের দায়িত্ব ছিলেন বছর বিয়াল্লিশের বিজ্ঞানী চন্দ্রকান্ত।ইসরোয় বর্তমান জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত তিনি। তার ভাই শশিকান্তও ইসরোয় মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ার।
দুই ছেলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় রয়েছেন। হুগলির গুরাপের খাজুরদহ মাজিনান শিবপুর গ্রামে রয়েছেন তাদের মা অসীমা বাবা মধুসূদন কুমার। তাদের মধ্যেও উৎকন্ঠা রয়েছে। তবে মিশন চন্দ্রযান-৩ সফল হোক গোটা দেশবাসীর সঙ্গে চাইছেন তারাও।
চন্দ্রকান্ত-২ সফল উৎক্ষেপন হয়নি সেজন্য আফসোস ছিল। কারন বড় ছেলে চন্দ্রকান্ত কুমার সেই মিশনে অংশিদার ছিলেন। ২০১৯ সালের ২২ জুলাই উৎক্ষেপনের পর ৬ ই সেপ্টেম্বর সেই মিশনে ল্যন্ডার বিক্রমকে চাঁদের পিঠে নামাতে ব্যর্থ হয়েছিল চন্দযান-২। তবে এবার সেই ব্যর্থতাকে কাটিয়ে ত্রুটি শুধরে চাঁদের মাটি ছুঁতে পারবে চন্দ্রযান-৩ তে থাকা রোভার। এমনটাই মনে করছেন দুই কৃতি সন্তানের মা বাবা।
advertisement
advertisement
বছর আটষট্টির মধুসূদন কুমার এখনও কৃষি কাজ করেন। ছেলেরা বছরে এক দুবার আসে। গত জনাুয়ারী মাসে গ্রামের বাড়িতে পরিবার নিয়ে এসেছিলেন চন্দ্রকান্ত। প্রতিদিনই ছেলেদের সঙ্গে কথা হয় মধুসূদন বাবুর। মিশন চন্দ্রযান-৩ তে নেই চন্দ্রকান্ত তবে, ইসরোর কোয়ার্টার ব্যাঙ্গালোরে বসেও গভীর উৎকন্ঠায় কাটবে চন্দ্রকান্তদের। কারণ তাদের টিমের পাঠানো চন্দ্রযান-২ এর অরবিটর যা চাঁদের কক্ষ পথে রয়েছে তার সাহায্য নেবে চন্দ্রযান-৩ ভিতরে থাকা ল্যান্ডার অরবিটর।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: চন্দ্রযান তৈরিতে সামিল চন্দ্রকান্ত এবং শশিকান্ত, দুই ছেলের সাফল‍্যে গর্বিত বাবা-মা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement