Hooghly News: বাঁশের কাটুমকুটুম! বিশ্বের যে কোনও স্থাপত্যের অবিকল রেপ্লিকা বানান শখের বশে

Last Updated:

Hooghly News: পৃথিবীর যেকোনো মনুমেন্ট বা নিদর্শন তা একবার চোখে দেখেই অবিকল তার অনুকরণ মিনিয়েচারে তৈরি করে ফেলতে পারেন। তাও আবার বাঁশের টুকরো দিয়ে। এমন করেই প্রায় তিন হাজার মনুমেন্ট বানিয়ে ফেলেছেন শখের বশে।

+
নিজের

নিজের কাজে গণেশ

রাহী হালদার, হুগলি: পৃথিবীর যে কোনও মনুমেন্ট বা নিদর্শন একবার চোখে দেখেই অবিকল তার অনুকরণ মিনিয়েচারে তৈরি করে ফেলতে পারেন। তাও আবার বাঁশের টুকরো দিয়ে। এমন করেই প্রায় তিন হাজার মনুমেন্ট বানিয়ে ফেলেছেন শখের বশে।  সাহায্য ছাড়াই নিজের কাজ তিনি করে যাচ্ছেন গত ১৮ বছর । অব্যবহৃত বাঁশের টুকরো কিনে, তা দিয়ে দেশ-বিদেশের স্থাপত্য তৈরি করে নজির গড়লেন হুগলির চন্দননগরের বাসিন্দা গণেশ ভট্টাচার্য। পেশায় গণেশ একজন থিম আর্টিস্ট। উৎসবের মরশুমে রোজগারপাতি হলেও অন্য সময়ে নিজের হস্তশিল্পের মধ্যেই ডুবে থাকেন গণেশ। এই কাজে তার সঙ্গী হাতুড়ি বাটালি ও কিছু যন্ত্রপাতি আর সঙ্গে অব্যবহৃত বাঁশের টুকরো।
গণেশের দাবি, পৃথিবীর সমস্ত স্থাপত্যই নিজের হাতে অনুকরণ করতে পারেন। ইতিমধ্যেই তৈরি করেছেন হাওড়া ব্রিজ থেকে শুরু করে তাজমহল, তিরুপতির মন্দির, প্যারিসের আইফেল টাওয়ার-সহ একাধিক বৃহৎ স্থাপত্য।
advertisement
এই প্রতিভা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে চান চন্দননগরের গণেশ ভট্টাচার্য। তবে সরকারের থেকে কোনওরকম সহযোগিতার হাত পাননি বলেই জানান। সরকারের সাহায্য ছাড়াই নিজের প্রতিভা নিজের শেষ প্রাণবিন্দু পর্যন্ত চালিয়ে যেতে চান গণেশ ভট্টাচার্য।
advertisement
আক্ষেপের সুরে গণেশ জানান, বিদেশের শিল্পের কদর থাকলেও এ দেশে শিল্পটা মানুষের কাছে আবেগ। তাই শিল্পীর যথাযথ মর্যাদা পান না তাঁরা। তাঁর শিল্পসত্তা বাঁচিয়ে রাখার জন্য তিনি তাঁর হাতের তৈরি সেই মনুমেন্টগুলি বিক্রি করতেও প্রস্তুত। যদি তাঁর শিল্প মানুষজন কেনে তবে তিনি আবার আরও নতুন নতুন বাঁশের মিনিয়েচার স্থাপত্য তৈরি করতে পারবেন।
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাঁশের কাটুমকুটুম! বিশ্বের যে কোনও স্থাপত্যের অবিকল রেপ্লিকা বানান শখের বশে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement