Hooghly: যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাষ জমিতে! আহত প্রায় ৪০

Last Updated:

আরামবাগে বাস দুর্ঘটনা। যাত্রী বাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাষ জমতে পাল্টি খায়। দুর্ঘটনায় আহত পঞ্চাশের বেশি মানুষ। গুরুতরভাবে আহত ১০ জন আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

হুগলি: আরামবাগে বাস দুর্ঘটনা। যাত্রী বাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাষ জমতে পাল্টি খায়। দুর্ঘটনায় আহত পঞ্চাশের বেশি মানুষ। গুরুতরভাবে আহত ১০ জন আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ আরামবাগের কালিদানা এলাকায়। স্থানীয়দের তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। বাস ড্রাইভার পলাতক। পুলিশি সূত্রে খবর, আরামবাগ বাস স্ট্যান্ড থেকে বাসটি যাত্রী বোঝাই বাসটির গন্তব্য ছিল বর্ধমানের গোতান। নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে রওনা দিয়েছিল বাসটি। রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎই আরামবাগের কালিদান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার থেকে পাল্টি খেয়ে তিল চাষের জমিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দাদের চোখের সামনে ঘটে দুর্ঘটনাটি। সেখানকার স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পাওয়া মাত্রই আরামবাগ থানার পুলিশ দুর্ঘটনা স্থলে পৌঁছায়। জোর কদমে শুরু হয় যাত্রীদের উদ্ধারকার্য। বাসের চালক ঘটনার পরে বাস ছেড়ে পালিয়ে যায়। তবে কি কারণে হঠাৎই এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ । এছাড়া বাসের চালক এর খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ দুমাস ধরে উত্তরপাড়া স্টেশনে! অবশেষে প্রশাসনের চোখে পড়তেই বৃদ্ধার ঠাঁই বৃদ্ধাশ্রমে
স্থানীয় সূত্রে খবর, ব্লোন্ডি এলাকায় এটি পূজা অনুষ্ঠান রয়েছে সেই কারণেই এই বাসটিতে ব্যাপক ভিড় হয়েছিল। বেশিভাগ মানুষই ওই এলাকায় পূজা উপলক্ষে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হন প্রায় ৫০ জন। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার পর থেকে সেখানকার স্থানীয় মানুষ উদ্ধার কাজে হাত লাগায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শুক্রবার থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে ব্যান্ডেলে রেল চলাচল
আহতদের মধ্যে অনেকেরই হাত-পা ভেঙেছে বলে জানান তিনি। এমনকি ওই দুর্ঘটনাতে একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। স্থানীয়রা নিজেদের বাড়ি থেকে জল বরফ নিয়ে এসে আহতদের শুশ্রূষা করেন। দুর্ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাষ জমিতে! আহত প্রায় ৪০
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement