Hooghly News: সাইকেলের পাশেই ভাসছে দেহ, নয়ানজুলি ঘিরে রহস্য

Last Updated:

নয়ানজুলিতে সাইকেলের সঙ্গে ভাসছে দেহ! হুগলির আরামবাগে ব্যাপক চাঞ্চল্য

হুগলি: সাইকেল সহ নয়ানজুলি থেকে উদ্ধার হল দেহ। আরামবাগের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সন্তোষ পোড়েল (৪৯)। বাড়ি খানাকুলের রাধাবল্লভপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কাজে যাওয়ার সময় এক ব্যক্তি হঠাৎই দেখতে পান নয়ানজুলিতে সাইকেলের পাশে ভাসছে একটি দেহ। তড়িঘড়ি তিনি স্থানীয় বাসিন্দাদের ডেকে বিষয়টি দেখান। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।
advertisement
পুলিশ এসে আরামবাগের গৌরাহটি-২ পঞ্চায়েতের সাপোত গ্রাম থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। খবর দেয় তাঁর বাড়িতে। মৃত সন্তোষ পড়লের পরিবার জানিয়েছে, সন্তোষবাবু শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। রাতে বাড়ি না আসায় পরিবারের সদস্যরা নানান জায়গায় তাঁর খোঁজ করছিলেন। সেই সময়ই তাঁরা পুলিশের থেকে খবর পান নয়ানজুলি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। কী করে এই দুর্ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছে না পরিবার।
advertisement
পরিবারের মতোই সন্তোষ পোড়েলের মৃত্যুতে ধোঁয়াশায় আছেন প্রতিবেশীরা। তাঁদের অনুমান, রাতে বাড়ি ফেরার সময় কোনোভাবে টাল সামলাতে না পেরে তিনি নয়ানজুলিতে পড়ে যান। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সাইকেলের পাশেই ভাসছে দেহ, নয়ানজুলি ঘিরে রহস্য
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement