Hooghly News: বাংলা দিবসের আনন্দে চলল দেদার মিষ্টি মুখ, সঙ্গে কবিগুরুর গান
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
পয়লা বৈশাখকে বাংলা দিবস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই আনন্দে শ্রীরামপুরে পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করাল তৃণমূল
হুগলি: পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার এই নিয়ে পথে নামল তৃণমূল। ‘বাংলার মাটি বাংলার জল’ গান গাইতে গাইতে রসগোল্লা বিলি করল রাজ্যের শাসক দল।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিধানসভায় পয়লা বৈশাখকে বাংলা দিবস করার বিষয়টি ঘোষণা করেন। তার পর থেকেই জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এর প্রতিবাদে রাস্তায় নেমেছে। এই প্রেক্ষাপটে শুক্রবার সকালে শ্রীরামপুর পুরসভার জনপ্রতিনিধিরা পথ চলতি মানুষদের বাংলা দিবসের আনন্দে মিষ্টিমুখ করান।
advertisement
advertisement
শ্রীরামপুর শহর তৃণমূলের পক্ষ থেকে এদিন সকালে স্টেশন চত্বরে এক কর্মসূচি নেওয়া হয়। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানের সঙ্গে সঙ্গে পথ চলতি মানুষকে মিষ্টি মুখ করানো হয়। বাংলা দিবসের সপক্ষে বক্তব্যও রাখেন স্থানীয় তৃনমুল নেতারা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগীতশিল্পী রাজকুমার রায় বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে বাংলা সংস্কৃতি-কৃষ্টিকে তুলে ধরছেন, বাংলার মানুষকে সম্মান জানাচ্ছেন বলার কোনও ভাষা নেই। পয়লা বৈশাখ বাংলা দিবস পালন হবে এর থেকে আনন্দের আর কী হতে পারে।
advertisement
শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং বলেন, মুখ্যমন্ত্রী বাংলা দিবস ঘোষণা করেছেন। তাই আমরা এবং শিল্পীরা রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে। আজ সারা শ্রীরামপুরজুড়ে মিষ্টি বিতরণ করা। বিরোধীরা কে কী বলছে তা আমাদের দেখার দরকার নেই। আমরা পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন করব। সেদিন আমাদের বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান হবে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 08, 2023 2:04 PM IST







