Bankura News: সবুজ পতাকা নেড়ে মন্ত্রী জেলাবাসীকে কোন সুখবর দিলেন? দেখুন ভিডিও
- Reported by:NILANJAN BANERJEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
করোনার পর দীর্ঘ অপেক্ষার অবসান, পুরুলিয়া এক্সপ্রেস আবার বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনে দাঁড়াবে। সবুজ পতাকা নেড়ে তার ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার
বাঁকুড়া: পুরুলিয়া এক্সপ্রেসকে হাওড়ার উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার সঙ্কেত দিতে সবুজ পতাকা নেড়ে বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। হঠাৎ কেন এমন ঘটনা? কেনই বা সাত সকালে বাঁকুড়া জেলার ছাতনার ঝাঁটিপাহাড়ি রেলস্টেশনে দেখা গেল তাঁকে? আসুন, বিষয়টি জেনে নিন…
করোনার পর থেকে বিভিন্ন রেলস্টেশনে একাধিক সুপারফাস্ট এবং এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক একইভাবে আগে স্টপেজ থাকলেও বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি রেলস্টেশনে স্টপেজ দেওয়া বন্ধ করে দিয়েছিল পুরুলিয়া এক্সপ্রেস। এলাকাবাসীর চাহিদামত আবারও ঝাঁটিপাহাড়ি স্টেশনে শুরু হল পুরুলিয়া এক্সপ্রেসের স্টপেজ দেওয়া। বৃহস্পতিবার থেকেই শুরু হয় স্টপেজ দেওয়া। সেই উপলক্ষেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার হাজির হয়ে সবুজ পতাকা নেড়ে চালককে সঙ্কেত দেন।
advertisement
advertisement
ঝাঁটিপাহাড়ির এলাকাবাসীদের চাহিদার কথা মাথায় রেখে এবং তাঁদের দাবি মেনেই রেল মন্ত্রকের কাছে ঝাঁটিপাহারি রেলস্টেশনে পুরুলিয়া এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার বিষয়টি নিয়ে তৎপর হয়েছিলেন সুভাষ সরকার। স্টেশন চত্বরে একটি কর্মসূচী পালন করা হয়, যেখানে নানান কথা তুলে ধরেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সহ আদ্রার ডিআরএম ও অন্যান্যরা। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার জানান, এই সিদ্ধান্তের ফলে এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষ প্রভূত উপকৃত হবে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 08, 2023 1:43 PM IST






