Hooghly News: শিক্ষিকা ও পুলিশ কর্মী প্রচেষ্টায় রাজস্থান থেকে বাড়ি ফিরলেন ব্যান্ডেলের নিখোঁজ মহিলা

Last Updated:

দূর পাল্লার ট্রেনে উঠে সোজা মরুরাজ্যে। সেখানে ঠাঁই হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থার আশ্রমে। চুঁচুড়ার দিদিমনির চেষ্টায় বাড়ি ফিরলেন ব্যান্ডেলের মানসিক সাম্যহীন মহিলা।

+
নিখোঁজ

নিখোঁজ মহিলাকে ফিরিয়ে নিয়ে আসার ছবি

হুগলি: দূর পাল্লার ট্রেনে উঠে সোজা মরুরাজ্যে। সেখানে ঠাঁই হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থার আশ্রমে। চুঁচুড়ার দিদিমনির চেষ্টায় বাড়ি ফিরলেন ব্যান্ডেলের মানসিক সাম্যহীন মহিলা। গত ১৭ মার্চ হঠাৎ নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বছর চল্লিশের রীতা দাস। ব্যান্ডেল কেওটায় তার বাড়ি। নিকট আত্মীয় বলতে দিদি রীনা দাসের পরিবার। রীনার ছেলে বিকাশ চুঁচুড়া ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্যের ছাত্র। ছাত্রের কাছে জানতে পারেন তার মাসি হারিয়ে গেছেন। শুরু হয় খোঁজ।এর মধ্যে রাজস্থানের ঝুনঝুন থেকে একটি ফোন আসে রীতার দিদির কাছে।সে ই সূত্র ধরে খোঁজ খবর নিয়ে জানা যায় রাজস্থানের এক আশ্রমে রয়েছেন রীতা দাস।কিন্তু তাকে উদ্ধারের উপায় কি? শুভ্রা দি হুগলি জেলা প্রশাসনের দরজায় কড়া নারতে থাকেন।নির্বাচনের কাজে সবাই ব্যাস্ত থাকায় কোনো পথ বেরোয় না।
এদিকে পুলিশ কর্মrসুকুমার উপাধ্যায় এধরনের কাজে এগিয়ে আসেন সব সময়।তিনিও চেষ্টা করতে থাকেন তার মত করে।শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর মনোনয়নে চুঁচুড়ায় অতিরিক্ত জেলা শাসকের দফতরে আসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।সেখানে ডিউটি করছিলেন সুকমার।ভজনলালের নিরাপত্তা রক্ষীদের বিষয়টি জানিয়ে সাহায্য চান সুকুমার।ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন মুখ্যমন্ত্রীর পিএ।এদিকে শিক্ষিকা জেলা শাসক থেকে ওয়েলফেয়ার অফিসার সবার সঙ্গে যোগাযোগ করেন।কিন্তু মহিলাকে ফিরিয়ে আনতে বাধ সাধে নির্বাচনের ব্যাস্ততা।
advertisement
advertisement
অবশেষে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সঙ্গে দেখা করে বিষয়টি জানান শিক্ষিকা।কমিশনার আশ্বাস দেন এবং চুঁচুড়া থানার আইসিকে নির্দেশ দেন পুলিশ টিম পাঠাতে।আইসি রামেশ্বর ওঝা দুজন মহিলা পুলিশ কর্মীও একজন কনস্টেবলকে রাজস্থানে পাঠান গত দশ তারিখ।এদিন সকালে মহিলাকে নিয়ে তারা ফিরে আসেন চুঁচুড়ায়।রাজস্থানে গিয়ে পুলিশের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য লিলুয়ার এক স্বেচ্ছাসেবীসংস্থাও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।সকলের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মহিলাকে তার বাড়ি ফিরে আসেন।মহিলার কথাবার্তায় অসংলগ্নতা আছে।তবে অনেক কিছু মনে রাখতে পারেন তিনি।তার ঠিকমত চিকিৎসা হলে হয়ত সুস্থ হয়ে উঠবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: শিক্ষিকা ও পুলিশ কর্মী প্রচেষ্টায় রাজস্থান থেকে বাড়ি ফিরলেন ব্যান্ডেলের নিখোঁজ মহিলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement