Hooghly News: ডেঙ্গি মোকাবিলায় কড়া পদক্ষেপ নিতে চলেছে বৈদ্যবাটি পৌরসভা

Last Updated:

বাড়ির মধ্যে জল জমছে সেখান থেকে জন্ম নিচ্ছে ডেঙ্গি মশার লার্ভা। পৌরসভা রাস্তা ঘাট থেকে মশা তাড়ালেও বাড়ির ভিতরের জঞ্জাল ও জমা জল নিজেদেরই পরিষ্কার করতে হবে। ডেঙ্গি মোকাবিলা জনগণ কেউ সচেতন হতে হবে।

+
title=

#হুগলি : বাড়ির মধ্যে জল জমছে সেখান থেকে জন্ম নিচ্ছে ডেঙ্গি মশার লার্ভা। পৌরসভা রাস্তা ঘাট থেকে মশা তাড়ালেও বাড়ির ভিতরের জঞ্জাল ও জমা জল নিজেদেরই পরিষ্কার করতে হবে। ডেঙ্গি মোকাবিলা জনগণ কেউ সচেতন হতে হবে। যে হারে ডেঙ্গির গ্রাফ বৃদ্ধি পাচ্ছে তাতে লাগাম টানতে কড়া পদক্ষেপ নিতে চলেছে বৈদ্যবাটী পৌরসভা। যে সব বাড়িতে ডেঙ্গি মশা জন্ম নিচ্ছে সেই সব বাড়ি চিহ্নিত করে বাড়ি বাড়ি নোটিশ পাঠাতে চলেছে পৌরসভা। বৈদ্যবাটী পৌরসভা সূত্রে খবর, এলাকায় বহুবাড়িতে জল জমিয়ে রাখা হচ্ছে পাশাপাশি বাড়ির বিভিন্ন জায়গায় পরিষ্কার করা হচ্ছে না।
ফলে মশার লার্ভা বাড়ছে। পৌরসভার কর্মীর গেলে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। ইতি মধ্যে বেশ কয়েকটি বাড়ি চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গি বারবারন্ত কমাতে এই পদক্ষেপ বলে দাবি পৌরসভার পুরপ্রধানের। এর আগেও ডেঙ্গি মোকাবিলার জন্য তৎপর হয়েছিল পুরসভা। জায়গায় জায়গায় মশা মারার তেল স্প্রে কখনও বা ধোঁয়া দিয়ে মশা মারার চেষ্টা। এমনকি ডেঙ্গির লার্ভা নষ্ট করার জন্য জায়গায় জায়গায় গাপ্পি মাছ ও ছাড়া হয়।
advertisement
আরও পড়ুনঃ নব চৈতন্যের বাসভূমিতে রামকৃষ্ণের পদার্পণ উৎসব
বাইরের পরিবেশ কে বাঁচানোর জন্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পুরসভা। জনগনকে সচেতন করার জন্য মাইকিং এর সাহায্যে প্রচার ও করা হয়। এমনকি পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ও মানুষদের ডেঙ্গির ভয়াবহতা নিয়ে সচেতন করেন। কিন্তু বার বার বলার পরেরও জনগন সচেতন হচ্ছে না এমন তাই দাবি পুরপ্রধান পিন্টু মাহাতোর। তাই এইবার আরও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুরসভা।
advertisement
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ডেঙ্গি মোকাবিলায় কড়া পদক্ষেপ নিতে চলেছে বৈদ্যবাটি পৌরসভা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement