Hooghly News: পুরসভা থেকে পঞ্চায়েতে ঢুকলেই নাজেহাল হতে হচ্ছে রিষড়ার মানুষকে

Last Updated:

পঞ্চায়েত এলাকার তিন কিলোমিটার খারাপ রাস্তার জন্য বর্ষাকালে নাজেহাল হতে হচ্ছে রিষড়ার মানুষকে

+
title=

হুগলি: রিষড়া পঞ্চায়েতের অন্তর্গত রিষড়া স্টেশন থেকে দিল্লি রোড সংযোগকারী তিন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। রাস্তার পিচ উঠে গিয়েছে, ফলে বৃষ্টির সময় কাদামাটিতে নাজেহাল অবস্থা এলাকাবাসীর। রাস্তার পাশেই রয়েছে স্কুল, পঞ্চায়েত অফিস, কলকারখানা। নিত্যদিন সেই রাস্তা দিয়েই যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে পথ চলতি মানুষজনদের। স্থানীয়দের দাবি যত শীঘ্র সম্ভব রাস্তা সারাইয়ের দিকে নজর দিক প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর, রিষড়া স্টেশন থেকে রাস্তার প্রায় দুই কিলোমিটার অংশ রিষড়া পুরসভা আওতায় পড়ে। সেই রাস্তা একেবারে ঠিক আছে। সমস্যা শুরু হয়েছে পঞ্চায়েত এলাকা থেকে। পঞ্চাননতলা থেকে গুমোডাঙা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার একেবারে বেহাল অবস্থা। স্থানীয়দের দাবি, এক সময় রাস্তার কিছুটা অংশ পিচ ও কিছুটা অংশ ঢালাই ছিল। এখন সব উঠে গিয়ে রাস্তায় জায়গায় জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেখানে জল জমে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই রাস্তা দিয়ে অটো-টোটো চলাচল করে। কলকারখানার ভারী ট্রাক যাতায়াত করে। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বেকায়দায় পড়ছেন নিত্যযাত্রীরা।
advertisement
advertisement
হুগলি জেলা পরিষদ সূত্রে খবর, রিষড়া পঞ্চায়েতের ওই এলাকার রাস্তা হুগলি জেলা পরিষদ দেখভাল করে। এই রাস্তাটির সংস্কারের জন্য কয়েক বছর আগে ১ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রথমবারের দরপত্রে কোন‌ও আবেদন জমা পড়েনি। দ্বিতীয়বার দরপত্র পাওয়া সংস্থাকে তাদের নথিপত্রের জন্য বাতিল করতে হয়। তৃতীয় বারও তৈরি হয় দরপত্র, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে জেলা পরিষদ সূত্রে খবর, তাদের নজরে রয়েছে এলাকার রাস্তাটির বিষয়ে। তারা খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ করবে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পুরসভা থেকে পঞ্চায়েতে ঢুকলেই নাজেহাল হতে হচ্ছে রিষড়ার মানুষকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement