Hooghly News: বেআইনি মাটি বিক্রির অভিযোগ আরামবাগে

Last Updated:

মাল পুকুর থেকে গত দু'দিন ধরে দুটি জেসিবি মেশিন দিয়ে অনবরত মাটি তোলা হচ্ছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। রোজ আট থেকে দশ ট্রাক মাটি এইভাবে বেআইনি পথে বাইরে বিক্রি হয়ে যাচ্ছে।

+
title=

হুগলি: বেআইনিভাবে জেসিবি দিয়ে পুকুর থেকে মাটি তুলে বিক্রির অভিযোগ। আরামবাগের মাধবপুর পঞ্চায়েতের অজয়পুর গ্রামের ঘটনা। সেখানকার মাল পুকুর থেকে গত দু’দিন ধরে দুটি জেসিবি মেশিন দিয়ে অনবরত মাটি তোলা হচ্ছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। রোজ আট থেকে দশ ট্রাক মাটি এইভাবে বেআইনি পথে বাইরে বিক্রি হয়ে যাচ্ছে। সারারাত কাজ চলছে বলে এলাকার মানুষের দাবি। স্থানীয়দের থেকে খবর পেয়ে সাংবাদিকরা ওই পুকুরের কাছে পৌঁছলে সঙ্গে সঙ্গে ট্রাকগুলি নিয়ে চালকরা পালিয়ে যায়। একটি জেসিবি নিয়েও চালক চম্পট দেয়। তবে অপর জেসিবিটি নিয়ে যেতে পারেনি, সেটি পুকুরের মধ্যে রেখে গিয়েছে।
হুগলির আরামবাগের এই মাটি পাচারের ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তবে এইভাবে মাটি পাচার নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেন পুকুর মালিক। মাল পুকুরের পাশেই বাড়ি ইউসুফ মণ্ডলের। তিনি বলেন, এই পুকুরটি তাঁদেরই। ভাইদের সঙ্গে মিলে তিনি পুকুর সংস্কারের কাজ করছেন। কিন্তু পুকুর সংস্কার করলে এত বিপুল মাটি কেন উঠছে এবং সেটি আইন মেনে বাইরে পাঠানো হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন করলে কোন‌ও উত্তর দিতে পারেননি।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ উড়িয়ে দিয়ে ওই পুকুরের পাশের আরেকটি বাড়ির মালিক নিজাম উদ্দিন মোল্লা বলেন, এটা তাঁদেরই পুকুর। দীর্ঘদিন ধরে এটি সংস্কার করার জন্য পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস সর্বত্র আবেদন জানিয়েছেন। কিন্তু অনুমতি পাননি। তাই এবার বাধ্য হয়েই বিনা অনুমতিতেই কাজ শুরু করেছেন। কিন্তু পুকুর সংস্কার হলে এত বিপুল মাটি উঠছে কেন এবং সেই মাটি নিয়ে কী করা হচ্ছে সেই প্রশ্ন করলে তিনি বলেন, পুকুর থেকে ওঠা মাটি গ্রামের রাস্তা ও ঈদগাতে ফেলা হচ্ছে। যদিও গ্রামবাসীদের দাবি, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন ওই পুকুরের মালিকরা।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বেআইনি মাটি বিক্রির অভিযোগ আরামবাগে
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement