Hooghly News|| কনভয়ের গাড়িতে পর পর ধাক্কা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন কৃষি বিপণন মন্ত্রী 

Last Updated:

Minister Becharam Manna met an accident: অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাজ্যের কৃষি বিপণন রাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকালে আসানসোল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি।

#হুগলি: অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী। মঙ্গলবার বিকালে আসানসোল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাটি ঘটেছে বর্ধমানের জৌগ্রাম ফ্লাইওভারের কাছে। দুর্ঘটনার পরে চিকিতসার জন্য তাঁকে প্রাথমিক ভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার রাতে নিজের বাড়ি ফিরে কিছু শারীরিক সমস্যা অনুভব করেন। তৎক্ষণাৎ ফের তাঁকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকালে। হুগলি থেকে আসানসোল গিয়েছিলেন সুফল বাংলা স্টলের উদ্বোধনের জন্য। ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। বর্ধমান জৌগ্রাম ফ্লাইওভারের নিকট বিকাল ৪.৩০ মিনিট নাগাদ মন্ত্রীর গাড়িতে দুর্ঘটনা ঘটে। মন্ত্রীর কনভয়ের সামনে হঠাৎই একটি গাড়ি চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের পাইলট কার প্রথমে ধাক্কা মারে ওই গাড়ির পিছনে। ঠিক তার পিছনেই ছিল মন্ত্রীর গাড়ি। সেটিও নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাইলট গাড়ির পিছনে। সেই সময় গাড়ির মধ্যেই ছিলেন মন্ত্রী।
advertisement
আরও পড়ুনঃ বিরাট খবর! পুজোর আগেই জোকা-তারাতলা মেট্রো শুরু, বৃহস্পতিবার থেকেই ট্রায়াল রান
দুর্ঘটনায় আহত হয়েছেন বেচারাম মান্না-সহ তাঁর সহকারীরা। কাঁধে, মাথায় ও পায়ে চোট পেয়েছেন তিনি। এরপর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, সমস্যা আর জ্টিল হয় বাড়ি ফেরার পরে। বুকে পিঠে ব্যথা অনুভব করতে থাকেন তিনি। এরপর তাঁকে ভর্তি করা হয় সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে। চিকিৎসকরা তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর শারীরিক অবস্থা এই মুহূর্ত স্থিতিস্থিতিশীল। তবে যেহেতু বড় ধকল গিয়েছে, তাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। চিকিৎসকরা বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁকে।
advertisement
advertisement
মন্ত্রী বেচারাম মান্না জানান, দুর্ঘটনার কবলে আহত হয়েছেন তাঁর সব সহকারীরা। শুধুমাত্র এলার্ট ছিলেন বলেই দুর্ঘটনা থেকে কোনওক্রমে রক্ষা পেয়েছেন প্রাণে। ঘটনায় আঘাত লেগেছে তার নিজেরও। যে গাড়িটি কনভয়ের সামনে চলে এসেছিল, সেই গাড়ি পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ তদন্ত করছে এই ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা।
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News|| কনভয়ের গাড়িতে পর পর ধাক্কা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন কৃষি বিপণন মন্ত্রী 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement