Hooghly News: আলু চিপসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ডানকুনিতে চাঞ্চল্য
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
আলুর চিপসের কারখানায় ভয়াবহ আগুন। সম্পূর্ণ এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডানকুনি থানার পুলিশ ও দমকল।
ডানকুনি: ডানকুনিতে আবারও ভয়াবহ আগুন। ভয়বহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এ দিন সকালে একটি আলুর চিপস এর কারখানায় ভয়াবহ আগুন লাগে।সম্পূর্ণ এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডানকুনি থানার পুলিশ ও দমকল।দমকলের ৩ ইঞ্জিন। দমকলের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল কর্মীরা জলের সংকট অনুভব করেন আগুন নেভানোর কাজ চালানোর সময়। তবে দীর্ঘ সময় পরে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনী।এদিনের আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
আরও পড়ুন: উন্নত পরিকাঠামো ছাড়াই জটিল অস্ত্রোপচারে সাফল্য, নজির গড়ল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল
advertisement
advertisement
স্থানীয়রা জানান, একটি চিপসের কারখানায় আগুন লাগে। সকলে ছুটে এসে দেখি ক্রমশ ওই কারখানায় আগুন বাড়তে থাকে। পাশের কারখানার স্থানীয় কর্মীরা জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি ভয়াবহ আকার হয়। আগুন নিয়ন্ত্রণে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে দমকল পৌঁছতে পৌঁছাতে পুড়ে ছাই হয়ে যায় কারখানার সব জিনিসপত্র।
advertisement
দমকলের এক আধিকারিক জানান, কারখানার ভেতর শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে মনে করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হলেও জলের সমস্যার কারণে অনেকটাই নিজেদেরকে অসুবিধায় পড়তে হয় বলে জানা গিয়েছে।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 5:41 PM IST
