Drowned in the water: বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না নাবালকের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
বন্ধুদের সঙ্গে গঙ্গাস্নান করতে এসে আর বাড়ি ফেরা হলো না বছর ১৭ এর এক নাবালকের। শ্রীরামপুর তিন নম্বর ঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে জলের তোড়ে তলিয়ে যায় সে।
হুগলি: বন্ধুদের সঙ্গে গঙ্গাস্নান করতে এসে আর বাড়ি ফেরা হল না বছর ১৭ এর এক নাবালকের। বৃহস্পতিবার শ্রীরামপুর তিন নম্বর ঘাটে স্নান করতে আসে সুমিত শাও নামে ওই নাবালক ও তার তিন বন্ধু। জলের তোড়ে হঠাৎই তলিয়ে যায় সুমিত। বন্ধুরা বাঁচানোর চেষ্টা করলেও সে চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই বিপর্যয় মোকাবিলার দলকে পাঠানো হয় ঘটনাস্থলে। অনেক খোঁজাখুঁজির পরেও এখনো পর্যন্ত সেই নাবালকের দেহ উদ্ধার করা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর ২৮ নম্বর ওয়ার্ড এর নিউ মহেশ কলোনির বাসিন্দা ছিল সুমিত। ওই এলাকারই বাকি আরো তিন বন্ধুর সঙ্গে ঐদিন দুপুরে গঙ্গায় স্নান করতে আসে তারা। জলস্রোত থাকার দরুন গঙ্গায় নেমে হঠাৎই তলিয়ে যায় বছর ১৭ এর ওই নাবালক। ঘটনাস্থলে উপস্থিত হয় শ্রীরামপুর পুরসভার পুরআধিকারিকরা ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।
advertisement
advertisement
নিখোঁজ ওই বালকের দেহ উদ্ধার করার জন্য নামানো হয় স্পিডবোর্ড ও ডুবুরি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। প্রশাসন সূত্রে খবর বর্ষার মরশুমে নদীতে জল বেশি থাকে, তার উপর অত্যাধিক ঢেউ থাকায় উদ্ধারের কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলকে।
advertisement
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর পিন্টু নাগ বলেন, বিপর্যয় মোকাবিলার দল পুলিশ সবাই খোঁজাখুঁজি করছে ছেলেটিকে। গোটা ঘটনায় পরিবার-পরিজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাচ্চা ছেলেটির এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না তাদের পরিবার। ছেলেটির দেহ উদ্ধার করার জন্য যথাযথ প্রচেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা দল। তবে গোটা ঘটনার ১৮ ঘন্টা পার হয়ে গেলেও এখনো নিখোঁজ নাবালকের দেহ।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2023 12:59 PM IST