সোশ্যাল মিডিয়ায় প্রেম, সম্পর্কের অবনতির জেরে আত্মহত্যা তরুণীর
Last Updated:
ফের সম্পর্কের টানাপোড়েন ৷ যার জেরে আত্মহত্যা করলেন তরুণী ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল অশোকনগর এলাকায় ৷
#অশোকনগর: ফের সম্পর্কের টানাপোড়েন ৷ যার জেরে আত্মহত্যা করলেন তরুণী ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল অশোকনগর এলাকায় ৷
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে হালিশহরের বাসিন্দা শুভঙ্কর পালের সঙ্গে আলাপ হয় ওই তরুণীর ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই আলাপ হয় তাদের ৷ এরপর আসতে আসতে বাড়ে সম্পর্ক গভীর হয় ৷ তবে, সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি হয় ৷ রবিবার রাতে তুমুল ঝামেলা শুরু হয় তাদের মধ্যে ৷ অবশেষে গতকাল রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তরুণী ৷
advertisement
সোমবার সকালে ঝুলন্ত অবস্থায় তরুণীর ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করে তার পরিবারের লোকজন ৷ পরিবারের অভিযোগ, শুভঙ্কর পালের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তার । সম্পর্কে টানাপোড়েনের তার কারনেই তাদের সন্তান আত্মহত্যা করেছে বলে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণীর পরিবার ৷
advertisement
Location :
First Published :
July 23, 2018 6:50 PM IST