Viral: 'KFC Chicken' at Rs 10: ‘কেএফসি চিকেন’ মাত্র ১০ টাকায়! উপচে পড়ছে ভোজনবিলাসীদের ভিড়

Last Updated:

Viral: 'KFC Chicken' at Rs 10: মশলাদার এই মাংস পাওয়া যাচ্ছে প্রতি পিস মাত্র ১০ টাকায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ভারতীয় স্ট্রিটফুড খাদ্যরসিকদের জন্য স্বর্গরাজ্য৷ বিহারের লিট্টি চোখা থেকে রাজস্থানের লাল মাস-বিভিন্ন প্রদেশের রান্না চমকে দেয় লোভনীয় বৈশিষ্ট্য নিয়ে৷ এখানেই শেষ নয়৷ ডিজিটাল যুগে এক এক জন বিক্রেতা ভাইরালও হয়ে যাচ্ছেন তাঁদের রকমারি রসনার পশরা নিয়ে৷ সেই তালিকায় যোগ হয়েছে ‘কেএফসি চিকেন’৷ মশলাদার এই মাংস পাওয়া যাচ্ছে প্রতি পিস মাত্র ১০ টাকায়৷
ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে সেই মাংসভাজার ভিডিও৷ ভিডিওতে দেখা যাচ্ছে ব্লগার জানতে চাইছেন সত্যি ওই মাংসের দাম ১০ টাকা কিনা৷ উত্তরে বিক্রেতা জানাচ্ছেন, কোনও রসিকতা নয়৷ এটা সম্পূর্ণ সত্যি৷ ১০ টাকাতেই পাওয়া যাচ্ছে ‘কেএফসি’৷
advertisement
advertisement
তবে এটা কেন্টাকি ফ্রায়েড চিকেন নয়৷ ১০ টাকার ভাজা চিকেনের নাম ‘কমরা ফ্রায়েড চিকেন’৷
বিক্রেতা জানিয়েছেন তিনি স্থানীয় বাজার থেকে বোনলেস চিকেন কেনেন৷ তার পর নানারকম মশলা ও ব্রেডক্রাম্বের মিশেলে তৈরি হয় মুচমুচে ফ্রায়েড চিকেন৷ দাম কম বলে গুণমানের সঙ্গে কোনও আপস তিনি করেন না৷ দাবি বিক্রেতার৷ তবে তিনি নিজে নিরামিষাশী৷
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Viral: 'KFC Chicken' at Rs 10: ‘কেএফসি চিকেন’ মাত্র ১০ টাকায়! উপচে পড়ছে ভোজনবিলাসীদের ভিড়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement