শীতের দুপুর হতে পারে জমজমাট চিকেন-খিচুড়ি দিয়ে, রন্ধন প্রণালীর ভিডিও ভাইরাল

Last Updated:

দারুণ খাবার প্রত্যেকের মুখে ফুটিয়েছে হাসি

খাদ্য রসিক বাঙালি ৷ অনন্ত এই বিশেষণ প্রিতিটি বাঙালির নামের সঙ্গেই রয়েছে ৷ আমিষ হোক বা নিরামিষ সব খাবারই পরম তৃপ্তিতে খেয়ে থাকে বাঙালিরা ৷ তবে কম বেশি প্রায় সব বাঙালির কাছেই আমিষ রান্না অত্যন্ত প্রিয় ৷ এমনই এক জিভে জল আনা পদের কথা আলোচনার মূল বিষয়বস্তু ৷
এখনকার আলোচনার বিষয়বস্তু চিকেন খিচুড়ি ৷ এই লোভনীয় পদের কী কী লাগবে এই রান্নায় দেখে নেওয়া যাক এক নজরে ৷ পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা, রসুনবাটা, তেল, জিরে, হলুদ, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, নুন, হলুদ, চাল ও ডাল (মুগ বা মুসুর) ৷
advertisement
প্রথমে কড়াইতে তেল দিতে হবে তারপরে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে একটু কষতে হবে ৷ তারপর আদা, রসুন, কাঁচালঙ্কা, শুকনোলঙ্কা, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো দিয়ে কসতে হবে তারপরে চিকেনের টুকরোগুলো দিয়ে কষতে হবে এরপরে কড়াইয়ে চাল, ডাল দিয়ে নাড়তে হবে ৷ সমস্ত মশলা মিশে গেলে পরিমাণ মত জল দিয়ে নাড়তে হবে একই সঙ্গে পরিমাণ মত নুন, হলুদ দিয়ে ফুটতে দিন ৷ চাল, ডাল ও মাংস সেদ্ধ হলে
advertisement
নামিয়ে গরম গরম পরিবেশন করুন ৷ এই ভাবেই জমে যেতে পারে শীতের দুপুর ৷
বাংলা খবর/ খবর/রেসিপি/
শীতের দুপুর হতে পারে জমজমাট চিকেন-খিচুড়ি দিয়ে, রন্ধন প্রণালীর ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement