রেসিপি: লইট্টা শুঁটকি কষা

Last Updated:

কড়াইয়ে পড়লে গন্ধে পাড়া ছাড়া হতে হয়, কিন্তু পাতে পড়লে শুধু হাপুস-হুপুস শব্দ ৷ শুঁটকি মাছ ব্যাপারটা এমনই ৷ কথায় বলে বাঙাল বাড়িতে শুঁটকি মাছ ছাড়া রান্না কিসের?

কড়াইয়ে পড়লে গন্ধে পাড়া ছাড়া হতে হয়, কিন্তু পাতে পড়লে শুধু হাপুস-হুপুস শব্দ ৷ শুঁটকি মাছ ব্যাপারটা এমনই ৷ কথায় বলে বাঙাল বাড়িতে শুঁটকি মাছ ছাড়া রান্না কিসের? কিন্তু শুঁটকি মাছের স্বাদে অনেক ঘটি বাঙালিকেও মজতে দেখা গিয়েছে ৷ আর যারা আজও এ স্বাদে বঞ্চিত তাদের জন্য রইল এই রেসিপি ৷ দেখে নিন কীভাবে রাঁধবেন- লইট্টা শুঁটকি কষা ৷
লইট্টা শুঁটকি কষা
উপকরণ:
advertisement
লইট্টা শুঁটকি- ২০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ৪ কাপ
রসুন- দেড় কাপ (মোটা করে কুচোনো)
টমেটো বাটা- ১ কাপ
হলুদ গুঁড়ো- ১ চা-চামচ
লাল লঙ্কা গুঁড়া- ২ চা-চামচ
আদা বাটা- ১ চা-চামচ
রসুন বাটা ১ চা-চামচ
নুন- স্বাদ অনুযায়ী
চিনি- দেড় চা-চামচ
কালো মরিচ গুঁড়ো- ২ চা-চামচ
advertisement
তেল ১ কাপ
প্রণালী: প্রথমে শুঁটকি মাছকে গরম জলে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো তিন থেকে চারটে টুকরো করে নিন ৷ তারপর আরো একবার গরম জলে ভাল করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে মাছগুলো সামান্য থেঁতো করে নিন, যাতে মাঝের মোটা কাঁটাটা বেরিয়ে আসে ৷ কাঁটাগুলো ফেলে দিয়ে মাছটি সরিয়ে রাখুন ৷
advertisement
এবার গ্যাসে কড়া বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে গরম করুন ৷ তেল গরম হলে তাতে ২ কাপ কুচোনো পেঁয়াজ ও সামান্য নুন দিয়ে ভাজতে থাকুন ৷ পেঁয়াজগুলো মজে এলে বাকি পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে চিনি, টমেটো বাটা, রসুন বাটা এবং লাল লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল বেরিয়ে এলে সামান্য জল ও নুন দিয়ে নাড়তে থাকুন ৷
advertisement
এবার মরিচ ও রসুন কুচো বাদে অন্যান্য মশলা দিয়ে শুঁটকি মাছগুলো দিয়ে দিন ৷ এবার ভাল করে কষাতে থাকুন ৷ মশলা শুকিয়ে এলে তাতে সামান্য জল মেশাতে থাকুন যাতে নীচটা কড়ায় লেগে না যায় ৷ খানিক বাদে রসুন কুচি ও কালো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিন ৷ ভাল করে ফুটে উঠলে পাঁচ-সাত মিনিট পর ঢাকা খুলে আঁচ কমিয়ে দিন ৷ জল মরে মাখা মাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখুন ৷ এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লইট্টা শুঁটকি কষা ৷ বাজি রেখে বলা যায় পাতে একটাও ভাতের দানা পড়ে থাকবে না ৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
রেসিপি: লইট্টা শুঁটকি কষা
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement