Bangla News: হালুয়ায় তাও আবার ফলের স্বাদের! কেরলের অভিনব খাবারে মেতেছে হাওড়া

Last Updated:

Bangla News: দু'মাস পর্যন্ত বাড়িতে রেখে খাওয়া যায় কিউই ডুমুর সহ নানা ফলের স্বাদের কেরালার বিখ্যাত হালুয়ায় মেতেছে হাওড়ার মানুষ...

+
title=

হাওড়া: কেরালের ফ্রুট ফ্লেভার ‘হালুয়া’তে মেতেছে হাওড়ার মানুষ। হালুয়া বা সুজি প্রায় সকলেরই বেশ পছন্দের একটি খাবার। সাধরণত গম থেকে উৎপত্তি সুজি বা হালুয়া বেশি পরিচিত বাংলার মানুষের, যা মিষ্টি জাতীয় রুটি অথবা লুচির সঙ্গে খাওয়ার চল রয়েছে। গম থেকে পাওয়া সুজি দিয়ে হালুয়া তৈরি করতে, ঘি-দুধ এবং বাদাম ব্যবহার করা হয়।
আমাদের দেশ ভারত ছাড়াও বাংলাদেশ পাকিস্তান-সহ প্রতিবেশী দেশের মানুষের কাছেও পরিচিত খাবার হালুয়া। সুজির হালুয়া ছাড়াও ফ্রুট বা অন্যান্য ফ্লেভারের হালুয়ার বেশ জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে এই ফ্রুট ফ্লেভার হালুয়া বিখ্যাত কেরল। কেরলের মিষ্টি হালুয়া স্বাদে অতুলনীয়। এই হালুয়ার দুই থেকে আড়াই মাস সময় ধরে বাড়িতে রেখে খাওয়া যায়। রাখতে কোনও রকম ফ্রিজ বা আলাদা কোনও ব্যবস্থার প্রয়োজন হয় না।
advertisement
advertisement
কেরলের ফ্লেভার হালুয়া তৈরিতে ব্যবহার হয় গমের আটা, নারকেল তেল, ড্রাই ফ্রুট, ফ্রুট জুস, মধু, গুড়, বাদাম। এই হালুয়া স্বাদে যেমন অতুলনীয় তেমনি শরীরের জন্যও উপকারী। আনারস, ডুমুর, কিউই, গাজর, মিক্সড ফ্রুট-সহ নানা ফ্লেভার হালুয়া পাওয়া যায়। সাধরণত গমের সুজি বা হালুয়া ছাড়াও গাজরের হালুয়া সঙ্গে কম বেশি মানুষ পরিচিত। কিন্তু বিভিন্ন ফলের স্বাদের হালুয়া, হাওড়ার অধিকাংশ মানুষের কাছে অজানা। বিভিন্ন ফলের স্বাদের হালুয়া’র সঙ্গে পরিচয় এই প্রথম অধিকাংশের কাছে। দেখার পাশাপাশি চেখে দেখার আগ্রহ রয়েছে অনেকের মধ্যেই।
advertisement
ছোট-বড় সমস্ত বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন কেরলের ফলের স্বাদের হালুয়ার দোকানে। কেজি প্রতি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Bangla News: হালুয়ায় তাও আবার ফলের স্বাদের! কেরলের অভিনব খাবারে মেতেছে হাওড়া
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement