Hilsa Recipe: এই বর্ষায় জমিয়ে খান দিদা-ঠাকুমাদের স্পেশাল পুঁই শাক দিয়ে ইলিশ, রইল চটজদলি রেসিপি

Last Updated:

Hilsa Recipe: বর্তমানে সময়ের অভাবে বাড়িতে ইলিশ মাছের তেল ঝোল বা ইলিশ ভাপা ছাড়া খুবই কম রান্না করা হয়। কিন্তু একদিন ছুটি পেলে বাড়িতে বানাতেই পারেন, দিদা-ঠাকুমাদের হাঁতের তৈরি রান্না ‘মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট’।

দিদা-ঠাকুমাদের স্পেশাল পুঁই শাক দিয়ে ইলিশ
দিদা-ঠাকুমাদের স্পেশাল পুঁই শাক দিয়ে ইলিশ
কলকাতাঃ বাঙালি রসনা তৃপ্তিতে ইলিশ মাছের জুরি মেলা ভার! বাঙালির ইলিশ মাছের কথা শুনলেই জিভে আসে জল। ভাজা, ভাপা, ঝোল, তরকারি—যেভাবেই রান্না করা হোক না কেন, এই একমাত্র মাছ, যার স্বাদের কোনও তুলনা হয় না। বর্তমানে সময়ের অভাবে বাড়িতে ইলিশ মাছের তেল ঝোল বা ইলিশ ভাপা ছাড়া খুবই কম রান্না করা হয়। কিন্তু একদিন ছুটি পেলে বাড়িতে বানাতেই পারেন, দিদা-ঠাকুমাদের হাঁতের তৈরি রান্না ‘মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট’।
উপকরণ- পুঁইশাক টুকরো টুকরো করে কেটে রাখা বড় একবাটি ইলিশ মাছের মাথা, পেঁয়াজ কুচি করা দুটি, টমেটো বাটা ৩ টেবিল চামচ, রসুন কুচি কুচি করা ২ টেবিল চামচ, আদা বাটা সামান্য, হলুদ গুঁড়া, ১ টেবিল-চামচ লঙ্কাগুঁড়ো, স্বাদমতো নুন, মিষ্টি স্বাদমতো, সরষের তেল ১ কাপ, আলু টুকরো টুকরো করে কাটা, দু-তিনটে বড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন।
advertisement
advertisement
প্রণালী- প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে ইলিশ মাছের দুটি মাথা নিয়ে খুব ভাল করে ভেজে তুলে রাখতে হবে। এরপর একে একে কড়াইতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি দিয়ে পুঁইশাক দিয়ে সমস্ত গুঁড়ো মশলা, নুন, মিষ্টি দিয়ে আলুর টুকরো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশ মাখো মাখো হয়ে গেলে এরপর এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলি টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিতে হবে। ভাল করে মাখো মাখো হয়ে গেলে নুন, মিষ্টি আছে কিনা ঠিকঠাক করে দেখে নিয়ে গরম গরম পরিবেশন করুন ‘মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট’।
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Hilsa Recipe: এই বর্ষায় জমিয়ে খান দিদা-ঠাকুমাদের স্পেশাল পুঁই শাক দিয়ে ইলিশ, রইল চটজদলি রেসিপি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement