Local Street Food: মাত্র ২০ টাকা ব্যয় করলেই পাবেন জিভে জল আনা গরম থুকপা! কোথায়? জানুন

Last Updated:

Local Street Food: মাত্র ২০ টাকায় মিলছে থুকপা।এই থুকপা খেতেই কালচিনির প্রতাপ সিং-এর দোকানে ভিড়  জমাচ্ছেন এলাকার যুবক,যুবতীরা।

+
মাত্র

মাত্র ২০ টাকা ব্যয় করলেই পাবেন জিভে জল আনা গরম থুকপা!

আলিপুরদুয়ার: মাত্র ২০ টাকায় মিলছে থুকপা। এই থুকপা খেতেই কালচিনির প্রতাপ সিং-এর দোকানে ভিড় জমাচ্ছেন এলাকার যুবক, যুবতীরা।
থুকপা তাও আবার মাত্র ২০ টাকায়, যা সত‍্যি ভাবনার বাইরে। থুকপা একটি তিব্বতি খাবার। যা নুডলস, সবজি, স‍‍্যুপ ও ঝাল আচার দিয়ে তৈরি হয়। এই খাবারটি তেল, মশলা ছাড়া হওয়ায় শরীরের পক্ষে ভাল। খেতেও সুস্বাদু হওয়ায় খাবারটি পছন্দের সকলের। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাবারটি বলে জানা যায়। ভেজ ও চিকেন দু-ধরনের থুকপা পাওয়া যায়।
advertisement
advertisement
তবে, কালচিনি দলসিংপাড়ার প্রতাপ সিং-এর দোকানের থুকপার আলাদা চাহিদা রয়েছে এলাকায়। চিকেন নয় ভেজ থুকপা তৈরি করেন তিনি। বিশেষ করে যে স‍্যুপটি তিনি তৈরি করেন সেই সুপটির জনপ্রিয়তা রয়েছে প্রচুর। বাঁধাকপি, পেয়াঁজ, লঙ্কা দিয়ে তৈরি হয় সুপটি। ঝাল হলেও খেতে দুর্দান্ত হয় স‍‍্যুপটি। একবাটি থুকপা খেয়ে নিলেই রাতের খাবার না খেলেও চলে।
advertisement
প্রতাপ সিং জানান, “থুকপা আগে দোকানের ছোট বাটিতেই সকলকে খেতে দিতাম। এখন খাবারটির এত জনপ্রিয়তা দেখছি তাতে বাটি পরিবর্তন করতে হয়েছে। বাড়ি থেকে কেউ বাটি নিয়ে এলেও সেটাতেও থুকপা দিয়ে থাকি আমি। দাম ওই একটাই ২০ টাকা।” জানা যায়, প্রতাপ সিং সকাল দশটা থেকে থুকপা তৈরির সরঞ্জাম প্রস্তুত করতে থাকেন। বিকেল পাঁচটা বাজলেই দোকানের সামনে ভিড় জমে যায়। রাত আটটা পর্যন্ত চলে বিক্রি।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Local Street Food: মাত্র ২০ টাকা ব্যয় করলেই পাবেন জিভে জল আনা গরম থুকপা! কোথায়? জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement