হোম /খবর /শিলিগুড়ি /
চিজ-মেয়োনিজে ঠেসে গরমাগরম লাইভ পিৎজা, দাম কত জানেন? মিঠুর কীর্তি ভাইরাল শহরে!

Live Pizza Viral: চিজ-মেয়োনিজে ঠেসে গরমাগরম লাইভ পিৎজা, দাম কত জানেন? মিঠুর কীর্তি ভাইরাল শহরে!

X
মিঠুর [object Object]

Live Pizza Viral: শহরের বিভিন্ন জায়গায় এই গাড়ি নিয়ে পৌঁছে যান তাঁরা। সেখানে দোকান সাজিয়ে হয় লাইভ পিৎজার বিকিকিনি।

  • Share this:

শিলিগুড়ি : চোখের সামনেই লোভনীয় পিৎজা বানিয়ে শহরবাসীর মনজয় করছেন এই দম্পতি। খাদ্যরসিক মানুষদের অন্যতম একটি প্রিয় খাবার হল পিৎজা। অবসরে হোক কিংবা বিকেলে প্রিয়জনের সঙ্গে রেস্টুরেন্টে পিৎজা উপভোগের আনন্দই আলাদা। তবে রাস্তায় দাড়িয়ে পিৎজা খেয়েছেন কখনও? হ্যাঁ শিলিগুড়ির রাস্তায় একদম তাজা পিৎজা উপভোগ করতে আপনাকে খেতে হবে থমাস – মিঠুর “কিংস পিৎজা”।

মাত্র ১০০ টাকাতেই মিলবে আপনার পছন্দের এই পিৎজা। পিৎজা ছাড়াও তাঁদের কাছে ডোনাটও পাওয়া যায়। যা কিনা আপনার চোখের সামনেই বানিয়ে আপনার জন্য পরিবেশন করা হবে। বিগত তিন মাস ধরে শিলিগুড়ির নিজেদের গাড়িতে করে পিৎজা বিক্রি করছেন মিঠু চৌধুরী এবং থমাস চৌধুরী। শিলিগুড়ি শহরের কাছে ফারাবাড়ি এলাকায় তাঁদের বসতি। বাড়িতে একটি “মারুতি ওমনি” গাড়ি রাখা ছিল। এখন সেই গাড়িতেই তাঁরা দোকান বানিয়ে শহরের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছেন।

আরও পড়ুন: বিয়ের আসরে আচমকা ‘চিৎকার’ কনের, হতবাক অতিথিরা! কারণ কী? ভাইরাল কাণ্ড

তাঁদের দোকানের নাম দিয়েছেন “কিংস পিৎজা”। তাঁদের পিৎজার বিশেষত্ব হল, চোখের সামনেই পিৎজা তৈরি করে আপনাকে দেওয়া হবে। মোট চার ধরনের পিৎজা পাওয়া যায় তাঁদের দোকানে। তবে এই দোকানের নির্দিষ্ট কোনও ঠিকানা নেই। শহরের বিভিন্ন জায়গায় এই গাড়ি নিয়ে পৌঁছে যান তাঁরা। সেখানে দোকান সাজিয়ে হয় লাইভ পিৎজার বিকিকিনি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ‘কেরালা’ সিদ্ধান্তে অপ্রসন্নতা শিল্পীর, শুভাপ্রসন্নের বাড়ি গিয়ে প্রসন্ন থাকার নির্দেশ কুণালের!

মিঠুর কথায়, “ভগবানের দেখানো পথেই আমরা চলছি। আমি রান্নাবান্না করতে পছন্দ করি। হঠাৎই আমাদের মাথায় আসে যে আমাদের গাড়িতে পিৎজা বানিয়ে লোকেদের খাওয়ালে কেমন হয়। তার পরেই এমন সিদ্ধান্ত। আমি আর আমার স্বামী দুজনে মিলে এই ব্যবসায় নিযুক্ত হয়েছি। লোকেদের ভীষণ পছন্দ হয়েছে।” পিৎজা খেতে আসার সুব্রত পাল বলেন, ‘সত্যিই অসাধারণ কনসেপ্ট।, এসিতে বসে পিৎজা খাওয়া তো অনেক হল, এবার রাস্তায় দাঁড়িয়ে পিৎজার স্বাদটা একেবারেই অন্যরকম এবং দামটাও বেশ সস্তা। সকলের একবার হলেও এই পিৎজা খাওয়া উচিত।’

অনির্বাণ রায়

Published by:Raima Chakraborty
First published:

Tags: Pizza, Siliguri News