ট্রেনে বসেই পাওয়া যাবে হোলির মিষ্টি !

Last Updated:

‘ট্র্যাভেলখানা’ নামে এক সংস্থার সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে IRCTC। আর সেখান থেকেই পাওয়া যাচ্ছে এই সুবিধে। তবে শুরুতে দেশের ৩৭টি বড় স্টেশনে এই সুবিধে মিলবে বলে সংস্থাটির তরফে জানানো হয়েছে।

#নয়াদিল্লি :  তৎকালে টিকিট কেটে উঠে পড়েছেন ট্রেনে ? প্রিয়জনদের জন্য মিষ্টি কেনা হয়নি ? কোনও চিন্তা নেই ৷ ট্রেনে বসেই এবার পাওয়া যাবে মিষ্টির প্যাকেট ৷ একটি বিশেষ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি দিতে পারেন আপনার প্রিয় মিষ্টির অর্ডার। গন্তব্যে পৌঁছনোর আগেই হাতে পেয়ে যাবন আপনার মিষ্টির প্যাকেট ! এটা সম্ভব হচ্ছে, কারণ ‘ট্র্যাভেলখানা’ নামে এক সংস্থার সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে IRCTC। আর সেখান থেকেই পাওয়া যাচ্ছে এই সুবিধে। তবে শুরুতে দেশের ৩৭টি বড় স্টেশনে এই সুবিধে মিলবে বলে সংস্থাটির তরফে জানানো হয়েছে। তালিকায় রয়েছে হাওড়া স্টেশনও। সংস্থার সিইও পুষ্পিন্দর সিং জানিয়েছেন, এই পরিষেবা সাময়িক ভাবে ৩৭টি রেল স্টেশনে দেওয়া হচ্ছে। পরে তা বাকি স্টেশনেও পাওয়া যাবে। লাড্ডু, শাহি রাবড়ি, রাজওয়ারি ক্ষীর- সহ আরও রকমারি মিষ্টি পাওয়া যাচ্ছে এই পরিষেবায়।
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
ট্রেনে বসেই পাওয়া যাবে হোলির মিষ্টি !
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement