Flavour of Momo: কুরকুরে মোমোর স্বাদে মজেছে বৃষ্টিভেজা আড্ডা, জানুন ঠিকানা
- Written by:Bangla Digital Desk
- hyperlocal
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Flavour of Momo: মোমো আবার কুরকুরে।তা আবার হয়।কিন্তু এবারে কুরকুরে মোমো তৈরি করে এই ভাবনা সত্যি করল হ্যামিল্টনগঞ্জের সুরজ বিশ্ব।
অনন্যা দে, আলিপুরদুয়ার: মোমো আবার কুরকুরে! তাও আবার হয়? কিন্তু এ বার কুরকুরে মোমো তৈরি করে এই ভাবনা সত্যি করল হ্যামিল্টনগঞ্জের সুরজ বিশ্ব।
মোমো নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট চলছে তাঁর।সুরজের তৈরি পনির মোমো ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।কেউ মোমো খেতে এলে কুরকুরে মোমোর স্বাদ দিতে শুরু করেছেন সুরজ।মোমোর দুনিয়ায় একদম নতুন ভাবনা কুরকুরে মোমোর, দাবি সুরজ বিশ্বর। সুরজ জানান,আপাতত চিকেন,ভেজ কুরকুরে মোমো তৈরি করছেন তিনি।চিকেন ও ভেজ মোমো প্রথাগতভাবে তৈরি করা হয়।
আরও পড়ুন : প্রেমালাপ ফেসবুকে, রাশিয়ার তরুণী এখন নদিয়ার বাঙালি গিন্নি, আটপৌরে শাড়ি পরে জমিয়ে ভাত খান পুঁইচচ্চড়ি ও আলুপোস্ত মেখে
তার পর মোমোগুলি একটু ঠান্ডা হলে সেটিকে কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়োর মিশ্রণে ডোবাতে হয়। এ বার কর্নফ্লেক্স মিহি করে গুঁড়ো করে নিয়ে সেই গুড়ো মোমোর ওপর ছড়িয়ে গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যায় কুরকুরে মোমো।ভেজ কুরকুরে মোমো এক প্লেট সত্তর টাকা এবং চিকেন কুরকুরে মোমো এক প্লেট আশি টাকায় বিক্রি করছেন সুরজ।
advertisement
advertisement
এই মোমোতে কামড় দিলেই মুচমুচে তেলেভাজাগুলির মতোই অনুভূতি হয়।একঘেয়ে মোমো খেয়ে যারা বিরক্ত তাদের এই মোমো খেতে খুব ভাল লাগবে বলে দাবি সুরজের।বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাকস হিসেবেও নজর কাড়বে এই মোমো।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2023 12:21 PM IST








