মাধ্যমিকে ইতিহাসে ৯০ শতাংশ নম্বর ! রইল শেষ মুহূর্তের টিপস

Last Updated:
#কলকাতা: সামনেই মাধ্যমিক ৷ জীবনের প্রথম বড় পরীক্ষা ৷ সেই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে কমবেশি চিন্তা থাকেই ৷ আর যদি বিষয় হয় ইতিহাস ৷ তাহলে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন পেলেই সব ঘেটে ঘ ৷ সব জানা প্রশ্নের উত্তরও ভুলে যান পরীক্ষার্থীরা ৷ কিন্তু ইতিহাস মানে টেনশনের কিছুই নেই ৷ সামান্য কিছু বিষয় মনে রাখতে পারলেই পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পাওয়া কোনও ব্যাপারই নয় ৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন ইতিহাসের শিক্ষিকা উর্মি চৌধুরি ৷
প্রশ্ন: ইতিহাস মানেই পড়ুয়াদের মনে একটা ভীতি থাকে, সেক্ষেত্রে শেষ মুহূর্তে পড়ুয়ারা কীভাবে তৈরি করবে নিজেদের ?
উত্তর: ভয় পাওয়ার কিছুই নেই ৷ আজকাল ৯০ শতাংশ নম্বর হেসেখেলেই পাওয়া যায় ৷ কারণ প্রচুর মাল্টিপেল চয়েস প্রশ্ন রয়েছে, এসএকিউ ৷ ভাল করে টেক্সট বুক পড়লেই ৭০ থেকে ৭৫ নম্বর পাওয়া কোনও ব্যাপার নয় ৷
advertisement
advertisement
প্রশ্ন: তারিখ, সাল মনে রাখতে গিয়ে সমস্যায় পড়েন পড়ুয়ারা, সেটার সমাধান কি ?
উত্তর: সিলেবাস অনেক ভাল হয়েছে ৷ শুধু তারিখ, ডেটই নয় ৷ মডার্ন দৃষ্টিকোণটাই বদলে গিয়েছে ৷ তবে, ডেট যে একেবারেই নয় ৷ এমনটা নয় ৷ কিছু কিছু গুরুত্বপূর্ণ তারিখ অবশ্যই মনে রাখতে হয় ৷
প্রশ্ন: একটি মাত্রই ৮ নম্বরের প্রশ্ন আসে ৷ সেক্ষেত্রে প্রশ্নের উত্তর কেমনভাবে লেখা উচিত ?
advertisement
উত্তর: সূচনা বডি এবং উপসংহার ৷ এভাবেই গুছিয়ে লিখতে হবে ৷ তবে, প্রথম এবং শেষ চ্যাপ্টার থেকে কোনও ৮ নম্বরের প্রশ্ন আসে না ৷
প্রশ্ন: কোন কোন বিষয়ের উপর একটু বেশি জোর দেওয়া উচিত ?
উত্তর: সব বিষয়ই গুরুত্বপূর্ণ ৷ মোটামুটি সামাজিক ইতিহাস, হুতুম প্যাঁচার নকশা, রবীন্দ্রনাথের চিন্তাধারায় বিশ্বভারতী, বঙ্গদর্শন, বিপ্লবী আন্দোলনে মহিলাদের/ছাত্রদের ভূমিকা, রামমোহন রায়, ডিরোজিও, বিদ্যাসাগর, পাশ্চাত্য শিক্ষা ৷
advertisement
history
প্রশ্ন: লাস্ট মিনিট টিপস কি ?
উত্তর: ভীষণ ভালভাবে টেক্সট বুক পড়তে হবে ৷ টেস্ট পেপার সলভ করতে হবে ৷ অবজেকটিভ প্রশ্নের উপর বিশেষ নজর রাখা উচিত ৷ যেকোনও বড় প্রশ্নের উত্তর লেখার সময় হেডলাইন এবং সাব হেডলাইন, বুলেট অবশ্যই ব্যবহার করা উচিত ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ সাল, তারিখ এবং ঐতিহাসিকের নামের নীচে অন্য রংয়ের কালি দিয়ে আন্ডারলাইন করা উচিত ৷
বাংলা খবর/ খবর/ফিচার/
মাধ্যমিকে ইতিহাসে ৯০ শতাংশ নম্বর ! রইল শেষ মুহূর্তের টিপস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement