‘সনাতনী পোশাকের অভাবে রবীন্দ্রসঙ্গীতের আভিজাত্য কোথাও যেন ক্ষুণ্ণ হয়’

Last Updated:

রবীন্দ্রসঙ্গীতের জগতে তাঁর তিন দশক পেরিয়ে গিয়েছে৷ কিন্তু অগণিত শ্রোতার সামনে অন্য গান শ্রাবনী সেন পেশ করেননি এক বারের জন্যও৷

শ্রাবনী সেন। ফাইল ছবি।
শ্রাবনী সেন। ফাইল ছবি।
#কলকাতাঃ রবীন্দ্রসঙ্গীতের জগতে তাঁর তিন দশক পেরিয়ে গিয়েছে৷ কিন্তু অগণিত শ্রোতার সামনে অন্য গান তিনি পেশ করেননি এক বারের জন্যও৷ এই প্রশ্নের মুখোমুখি তাঁকে হতে হয়েছে বহু বার৷ তবে শ্রাবণী সেনের উত্তর আজও অবিচল৷ ‘‘সকলের প্রতি সম্মান রেখে বলছি, রবীন্দ্রসঙ্গীতে আমি যে গভীরতা পাই, সেটা অন্য কারও গানে পাই না৷ ফলে তাঁদের গান কিছুটা তো হালকা লাগেই৷’’ শিল্পীর আরও সংযোজন, ‘‘আর তাছাড়া আমি অত পারি না, জানিও না৷ তাই রবীন্দ্রসঙ্গীত নিয়েই ভাল আছি৷ বেশ আছি৷’’
গান ছাড়াও রবীন্দ্রনাথের ছোটগল্পও তাঁর খুব প্রিয়৷ পড়তে পড়তে মনে হয়, অত বছর আগে বসে কী করে টের পেলেন আমাদের সকলের মনের কথা? রবীন্দ্রনাথ তাঁর কছে পরশপাথর৷ জীবনের সব মুহূর্তই তাঁর স্পর্শে সোনা হয়ে যায়৷ শিল্পীজীবনের প্রথম দিকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা তিনিও করেছেন৷ কিন্তু পরিমিতি বোধ বজায় রেখে, নির্দিষ্ট গণ্ডির মধ্যে৷ এখন যেন সেই সীমারেখাটা কোথাও লঙ্ঘিত হচ্ছে৷ মনে করেন শ্রাবণী৷ পরীক্ষানিরীক্ষার নামে হারিয়ে যাচ্ছে পরিমিতি৷ তাই শ্রাবণী এখন সনাতনী রীতিতে রবীন্দ্রসঙ্গীত চর্চারই পক্ষপাতী৷ তাঁর কথায়, ‘‘কথা বা সুরের ক্ষেত্রে রবীন্দ্রনাথই শেষ কথা৷ সে সব পরিবর্তন করার কথা ভাবার স্পর্ধাও কারওর থাকা উচিত নয়৷ পরিবর্তন করা যেতে পারে যন্ত্রানুসঙ্গের ক্ষেত্রে৷’’
advertisement
তবে একটি বিষয়ে কিন্তু শ্রাবণী এখনও সম্পূর্ণ সনাতনী৷ তা হল, শিল্পীর পোশাক৷ তিনি মনে করেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর আদর্শ পোশাক শাড়ি৷ ছেলেদের ক্ষেত্রে অন্তত পাঞ্জাবী৷ ছাত্রীদের প্রতি তাঁর নির্দেশ, ঘরোয়া অনুষ্ঠানেও শাড়ি পরেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের৷ ‘‘রবীন্দ্রসঙ্গীতের একটা আভিজাত্য আছে৷ আমার মনে হয়, সনাতনী পোশাক না পরলে কোথায় যেন সেই আভিজাত্যের অমর্যাদা হয়৷ হয়তো কোনও শিল্পী অন্য পোশাক পরে যথেষ্ট ভাল রবীন্দ্রসঙ্গীত গাইছেন৷ কিন্তু তার পরেও মনে হয়, ইশশ! এত ভাল গানের সঙ্গে পোশাকটা মানানসই হল না৷’’
advertisement
advertisement
শুধু পঁচিশে বৈশাখ নয়৷ শ্রাবণীর কাছে বছরের সব দিনই রবি-বার৷ বিশেষ করে, অতিমারির ধূসর পাণ্ডুলিপিতে তাঁর আশ্রয় রবীন্দ্রসৃষ্টিই৷ ‘‘আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়’’-প্রাণের ঠাকুরের এই দু’টি লাইনই হোক সকলের মন্ত্রগুপ্তি৷ ঘরের কোণে রবীন্দ্রসৃষ্টির সঙ্গে একান্ত পঁচিশে বৈশাখ কাটানো শিল্পীর প্রার্থনা এটাই৷
Arpita Roy Chowdhury 
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
‘সনাতনী পোশাকের অভাবে রবীন্দ্রসঙ্গীতের আভিজাত্য কোথাও যেন ক্ষুণ্ণ হয়’
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement