হোম /খবর /ফিচার /
Fathers Day 2020 | '‌তোমার হাসিমুখ দেখার জন্য প্রার্থনা করছি', লিখেছিলেন অভিষেক

Fathers Day 2020 | '‌তোমার হাসিমুখ দেখার জন্য প্রার্থনা করছি', অমিতাভকে লিখেছিলেন ছোট্ট অভিষেক

সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগেই ছোট্ট অভিষেকের লেখা একটি চিঠির ছবি শেয়ার করেছিলেন অমিতাভ। আমরা সেই চিঠিই তুলে ধরলাম।

  • Last Updated :
  • Share this:
প্রিয় বাবাতুমি কেমন আছো?‌ আমরা সবাই ভাল আছি। আমি তোমাকে ভীষণ মিস করছি। বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। আমি তোমার হাসি মুখ দেখার জন্য প্রার্থনা করছি। বাবা ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন। চিন্তা করো না তুমি। আমি মা, শ্বেতা দিদি আর বাড়ির সবার জন্য প্রার্থনা করছি। মাঝে মাঝে মাঝে আমি দুষ্টুমি করি। আমি তোমাকে ভালবাসি বাবা।তোমার স্নেহের অভিষেক
(‌ট্যুইটার থেকে প্রাপ্ত)‌‌
Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Fathers Day 2020