বোধনের আগেই বিসর্জন, এবছর চেতলা অগ্রনীর থিম 'বিসর্জন'
Last Updated:
সমস্ত খারাপ বিসর্জন দিয়ে নতুন নিজেকে খুঁজতে হবে চেতলা অগ্রনীতে।
#কলকাতা: বোধনের আগেই বিসর্জন। মনে হতেই পারে, ঢাকের বাদ্যি বাজার আগেই বিসর্জনের বিষাদ? এখানে কিন্তু বিসর্জনের মানে নতুন করে খুঁজে পাওয়া। সমস্ত খারাপ বিসর্জন দিয়ে নতুন নিজেকে খুঁজতে হবে চেতলা অগ্রনীতে।
বিসর্জন মানেই বিষাদ। বিদায়ের সুর। মনখারাপ। হারিয়ে যাওয়ার চুপচাপ। তবে বিসর্জনের কিন্তু অন্য মানেও আছে। যেখানে বিসর্জন মানে বিশেষরূপে অর্জন করা। নিজের সমস্ত অহংকার, ঔদ্ধত্য ধুয়ে ফেলে নতুন করে নিজেকে খুঁজে পাওয়া। চেতলা অগ্রনীতে পুজোর আগেই বিসর্জন।
সাদা জমির উপর রঙের নকশা। বিসর্জনের থিম বানাচ্ছেন কারিগররা। এখানে অহংকার যেন শিসমহল। আকাশছোঁয়া অট্টালিকা যেন উদ্ধত আচরণ। জীবনের ঘূর্ণিতে মানুষ কখনও নিজের কাছেই অচেনা। দশভূজা এখানে সৃষ্টির কারিগর। তাঁর সামনে সমস্ত খারাপের বিসর্জন।
advertisement
advertisement
একটা অস্থিকলস। বিগত প্রাণের অবয়বের মুখোমুখি মানুষ। কিছুটা চেনা। কিছুটা অচেনা। ঠিক যেমন বিসর্জনের আগে বদলে যাওয়া চেনা প্রতিমার মুখ। চেতলা অগ্রণীর বিসর্জনে হারিয়ে যাওয়ার বিষাদ নেই। পুজোর আগে নিজেকে নতুন করে পাওয়া আছে।
view commentsLocation :
First Published :
October 02, 2018 9:01 PM IST

