ব্যবসায়িক স্বত্ব থাক সুরক্ষিত, বিশদে জানুন দেশের ট্রেডমার্ক আইন নিয়ে

Last Updated:

এই বিষয়ে আলোকপাত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রাচী মিশ্র (Prachi MIshra)

#নয়াদিল্লি: দেশের আইন কী করে? সহজ ভাবে বললে তার কাজ হল নাগরিকের স্বার্থ সুরক্ষিত রাখা। আর এই প্রসঙ্গেই অনেকগুলো ক্ষেত্র নিয়ে দেশের আইন কাজ করে থাকে। তার মধ্যে অন্যতম হল ট্রেডমার্ক আইন। এই বিষয়ে আলোকপাত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রাচী মিশ্র (Prachi MIshra)।
ট্রেডমার্ক কী?
ট্রেডমার্ক হল এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মূলত এটি এক বিশেষ ধরনের চিহ্ন যা বিশেষ কোনও পণ্য বা পরিষেবাকে সমগোত্রীয় অন্য পণ্য বা পরিষেবা থেকে পৃথক করে রাখে।
ট্রেডমার্কের মালিকানা কার কাছে থাকে?
কোনও বিশেষ পণ্য বা পরিষেবার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার অধীনে একটি নির্দিষ্ট ট্রেডমার্ককে আইন বৈধ বলে স্বীকৃতি দিয়ে থাকে।
advertisement
advertisement
ট্রেডমার্কের মৌলিক কাজটি কী?
কোনও পণ্য বা পরিষেবার উৎসটিকে চিহ্নিত করাই প্রকৃত পক্ষে ট্রেডমার্কের আসল কাজ। এতে এক দিকে যেমন সেই পণ্য বা পরিষেবার মালিকের স্বার্থ সুরক্ষিত থাকে, তেমনই তার গুণাগুণ নিয়ন্ত্রণের ব্যাপারটি নিয়েও প্রয়োজন বিশেষে সহজে পদক্ষেপ করা যায়।
ট্রেডমার্ক উল্লঙ্ঘণ কাকে বলে?
১৯৯৯ সালের ট্রেডমার্ক অ্যাক্টের ২৯ নম্বর ধারা অনুযায়ী যদি কোনও ব্যক্তি আইনত স্বীকৃত কোনও ট্রেডমার্ক নিজের কোনও পণ্য বা পরিষেবার সুবিধার্থে মালিকের অনুমতি ব্যতীত ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে ট্রেডমার্ক আইন উল্লঙ্ঘণ করা হয়। অর্থাৎ একটি ট্রেডমার্ক কেবল একটি পণ্য বা পরিষেবার ক্ষেত্রে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
advertisement
ট্রেডমার্ক উল্লঙ্ঘণের সঙ্গে কী কী জড়িয়ে থাকে?
যে ব্যক্তি দ্বারা অন্য কোনও সংস্থার ট্রেডমার্ক উল্লঙ্ঘণ করা হচ্ছে, তিনি এর সঙগে জড়ি। এক্ষেত্রে যুক্ত থাকতে পারে কোনও সংস্থাও। আবার যে পণ্য বা পরিষেবাটি নিয়ে ট্রেডমার্ক উল্লঙ্ঘণ হল, তাও এর সঙ্গে জড়িত থাকে।
একটি ট্রেডমার্কের মালিকানা কি একাধিক ব্যক্তির কাছে থাকতে পারে?
ট্রেডমার্ক আদতে ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসায় যেমন যৌথ মালিকানা থাকে, তেমনই এখানেও যদি দুই বা ততোধিক ব্যক্তি পরস্পরের সঙ্গে সহাবস্থানের সাপেক্ষে কোনও পণ্য বা পরিষোর ব্যবসায় নিযুক্ত থাকেন, তাহলে সেই সংশ্লিষ্ট পণ্য বা পরিষেবার ট্রেডমার্কের মালিকানা সবার কাছেই থাকবে।
advertisement
ট্রেডমার্কের মেয়াদ কত দিন থাকে?
ট্রেডমার্কের মেয়াদ বস্তুত অন্তহীন, যত দিন না পণ্য বা পরিষেবাটি বাজার থেকে অন্তর্হিত হচ্ছে, তত দিন পর্যন্ত তার অস্তিত্ব বহাল থাকে। এখানেই কপিরাইট এবং পেটেন্টের তুলনায় ট্রেডমার্ক ইন্টেলেচুয়াল প্রপার্টি হিসেবে আলাদা হয়ে যায়।
ভারতে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের ব্যাপারটি কী ভাবে সংঘটিত হয়?
ট্রেডমার্ক রেজিস্ট্রি ইন্ডিয়ার কাছে প্রথমে একটি ফর্ম ফিল আপ রতে হয়। এর পর পরীক্ষক ট্রেডমার্কটিকে খুঁটিয়ে বিশ্লেষণ করেন। পরর্যবেক্ষণ শেষে তিনি চাইলে ট্রেডমার্কটিকে অংশত বা সম্পূর্ণত খারিজ করে দিতে পারেন। কখনও কখনও এই পর্যবেক্ষণ পদ্ধতি বছরখানেক ধরেও চলে যাতে ওই ট্রেডমার্কের সঙ্গে সম্পর্কিত কোনও আপত্তি খতিয়ে বিচার করে সেই সমস্যার সমাধান করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/Explained/
ব্যবসায়িক স্বত্ব থাক সুরক্ষিত, বিশদে জানুন দেশের ট্রেডমার্ক আইন নিয়ে
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement