Smart Projector: আর পাঁচটার চেয়ে আলাদা! কীভাবে কাজ করে স্মার্ট প্রজেক্টর?
- Published by:Suman Majumder
Last Updated:
Smart Projectors: স্মার্ট প্রজেক্টরগুলির কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা এগুলিকে সমকালীন আর পাঁচটা প্রজেক্টরের থেকে পৃথক করে তুলেছে।
#নয়াদিল্লি: সাধারণ প্রজেক্টরের চেয়ে স্মার্ট প্রজেক্টরের সুবিধা অনেক বেশি। নিজস্ব ইন্টারফেস (Interface) থাকার পাশাপাশি নিজস্ব অপারেটিং সিস্টেম (Operating System), অ্যাপ (App) এমনকী ওয়াই-ফাই (Wi-fi) কানেক্টিভিটিও থাকে। ব্যবহারকারীদের আলাদা করে এই স্মার্ট প্রজেক্টর (Smart Projector) ব্যবহার করার ক্ষেত্রে কোনও স্মার্টফোন, ট্যাবলেট, বা ল্যাপটপের সঙ্গে একে কানেক্ট করতে হবে না। এই স্মার্ট প্রজেক্টরের মধ্যেকার কম্পিউটারকেই (Inbuilt computer) কন্টেন্ট ডাউনলোড এবং স্ট্রিম করার ক্ষেত্রে ব্যবহার করা যায়।
এই স্মার্ট প্রজেক্টরগুলির কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা এগুলিকে সমকালীন আর পাঁচটা প্রজেক্টরের থেকে পৃথক করে তুলেছে। আমরা আলোচনা করব কীভাবে এই স্মার্ট প্রজেক্টর কাজ করে এবং কীভাবে উপভোক্তার কাছে এগুলি অপরিহার্য হয়ে উঠতে পারে।
advertisement
advertisement
কীভাবে কাজ করে স্মার্ট প্রজেক্টর?
প্রতিটি স্মার্ট প্রজেক্টরের মধ্যেই থাকে নিজস্ব কম্পিউটার, যাকে Built In Computer বলা হয়। এই নিজস্ব কম্পিউটারটিকে অন বোর্ড ইন্টারফেস স্ক্রিন (On-Board Interface Screen) বা প্রজেক্টর ইমেজের (Projection Image) মাধ্যমে ব্যবহার করা যায়। ইন্টারনেটে প্রাপ্ত বিভিন্ন অ্যাপের মাধ্যমে এই কম্পিউটারের অপারেটিং সিস্টেম এক্সপ্যান করা সম্ভব। ওয়াই-ফাইয়ের মাধ্যমে ওয়্যারলেস পদ্ধতিতে অন্যান্য স্মার্ট ডিভাইস (Smart Device) এর সঙ্গে যুক্ত হতে পারে এবং চলচ্চিত্র এবং টিভি শো স্ট্রিম করতে পারে।
advertisement
এই স্মার্ট প্রজেক্টরে থাকে নিজস্ব স্পিকার, যার ফলে উপভোক্তারা ঘরের বাইরে অর্থাৎ আউটডোরেও তা ব্যবহার করতে পারবেন। কিছু কিছু স্মার্ট প্রজেক্টর আবার কয়েক ধাপ এগিয়ে অ্যালেক্সা (Alexa), কর্টানা (Cortana) সিরি (Siri) এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গেও যুক্ত হতে পারে।
বিভিন্ন গেমিং কনসলের (Gaming Console) সঙ্গেও এটি যুক্ত হতে পারবে। শুধু তাইই নয়। সিসিটিভির (CCTV Camera) ফুটেজও বড় স্ক্রিনে দেখা যায়। তাছাড়াও এই স্মার্ট প্রজেক্টরগুলি স্মার্ট ফোন অ্যাসিসটেন্স বা ওয়াই-ফাই ক্যামেরার মাধ্যমে ভিডিও কল (Video Call) করতে পারে।
advertisement
ডিজিটাল লাইট প্রসেসিংয়ের (DLP) ক্ষেত্রে বেশিরভাগ স্মার্ট প্রজেক্টর এলইডি ব্যবহার করে। অন্য দিকে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (LCD) সমৃদ্ধ প্রজেক্টরগুলি বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ হ্যালোজেন বা ধাতব হ্যালাইড (Metal Halide) আলো ব্যবহার করে। এর কারণ হল এলইডি (LED) আলোগুলি সাধারণ ধাতব হ্যালাইড বা হ্যালোজেন আলোর তুলনায় অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়।
advertisement
স্মার্ট প্রজেক্টরের গুরুত্ব:-
একটি স্মার্ট টিভি (Smart TV) যেভাবে কাজ করে ঠিক সেভাবেই একটি স্মার্ট প্রজেক্টর কাজ করে। এগুলির স্ক্রিন সাইজও যথেষ্ট বড়, এবং এগুলি সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়। এই স্মার্ট প্রজেক্টরগুলি ব্লুটুথ (Bluetooth) এবং ওয়াই-ফাইয়ের মাধ্যমে সহজেই স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্ট টিভি, কম্পিউটার এবং অন্যান্য স্মার্ট ডিভাইসের এর সঙ্গে যুক্ত হতে পারে। খোলা জায়গায় ব্যবহার করার জন্য এই স্মার্ট প্রজেক্টরগুলির ব্রাইটনেসও যথেষ্ট বেশি থাকে।
advertisement
প্রজেক্টরের মধ্যে অবস্থিত স্পিকারগুলি থাকার ফলে উপভোক্তাকে আলাদা করে আর কোনও শব্দানুষঙ্গ (Sound System) বহন করতে হয় না। বেশিরভাগ স্মার্ট প্রজেক্টরগুলিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট (Voice Assistant) কাজ করে, ফলে ভিডিও গেম খেলার সময় বিশেষ সুবিধা পাওয়া যায়। এছাড়াও হোম অটোমেশন (Home Automation), এমনকী ভিডিও কল করার ক্ষেত্রেও এই প্রজেক্টেগুলি ব্যবহার করা যায়।
advertisement
ইমেজ কারেকশনের (Image Correction) ক্ষেত্রে স্মার্ট প্রজেক্টরের বৈশিষ্ট্য সমূহ:
স্মার্ট প্রজেক্টরগুলিতে ইমেজ কারেকশনের উপায় থাকে, যার ফলে যন্ত্রটিকে না নড়িয়েও সঠিক চিত্রটি পাওয়া যায়। যখন বিশেষ কোনও কোণ থেকে প্রজেক্টর ছবি প্রজেক্ট করে বা কোনও বিশেষ কোণে যদি ছবি প্রজেক্ট করে সেক্ষেত্রে একটি ট্র্যাপিজয়ডাল এফেক্ট (Trapezoidal Effect) তৈরি হয়। একে বলা হয় কি-স্টোন এফেক্ট (Key Stone), যেখানে একটি ছবির উপরিতল বা নিচের তল চেপ্টে গিয়ে সমতল পিরামিডের (Flat Top Pyramid) আকার ধারণ করে। স্মার্ট প্রজেক্টরগুলিতে একটি বিশেষ ডিজিটাল সিস্টেম থাকে যার নাম কি-স্টোন কারেকশন, এই এফেক্ট পুনরায় একটি ছবিকে চৌকো বা আয়তাকৃতি করে তোলে।
একটি প্রজেক্টর যদি বেকায়দায় রাখা থাকে তাহলে সেটি বেকায়দায় ছবি প্রজেক্ট করবে। এই স্মার্ট প্রজেক্টরের লেন্স শিফট (Lense Shift) বিষয়টি বেশ চমকপ্রদ। এই লেন্স শিফ্টের ফলে অনুভূমিক (Horizontally) বা উলম্বভাবে (Vertically) লেন্সটি শিফট করে এবং ছবির অ্যালাইনমেন্ট সংশোধন করে দেয়। উপভোক্তা যখন প্রজেক্টর সরাতে পারেন না তখন ছবি ঠিক করতে এই বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিছু কিছু প্রজেক্টরের লেন্স জুম করতে সক্ষম। এই লেন্সগুলিতে মূলত ডিজিটাল জুম (Digital Zoom) বা অপটিকাল জুম (Optical Zoom) থাকে।
অপটিকাল জুম অপেক্ষাকৃত সুবিধাজনক কারণ টেলিস্কোপিক লেন্স (Telescopic Lense) ব্যবহার করে প্রজেক্টর না নড়িয়েও ছবিটিকে বড় বা ছোট করতে পারে। অন্য দিকে ডিজিটাল জুমে বেশি জুম করলে ছবি ফেটে যায় এবং পিক্সেল দেখা দেয়। কিছু কিছু স্মার্ট প্রজেক্টরে আবার ছবির আপাত অনুপাত বা আসপেক্ট রেশিও সংশোধন করার মতো সুবিধাও আছে।
কিছু কিছু স্মার্ট প্রজেক্টর আবার পকেটে করে নিয়েও ঘোরা যায়। সবথেকে ছোট প্রজেক্টরটির ওজন এক পাউন্ডেরও কম। ঘরেতে যে প্রজেক্টরগুলি হোম এন্টারটেনমেন্টের জন্য থাকে সেগুলি কিঞ্চিৎ বড় হলেও তাতে হাতল থাকে। ফলে, সেগুলোও সহজে বহন করা যায়।
view commentsLocation :
First Published :
February 12, 2022 5:14 PM IST