Explained: Gold Price: কেন সোনার দাম গত আট মাসে সবচেয়ে দামি হল?
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Gold Price: টানা সাতটি সেশনে উত্থানের জেরে মঙ্গলবার ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ৪৯,৮৪০ টাকা।
#নয়াদিল্লি: ইউক্রেন যুদ্ধের সম্ভাবনার জন্যই সোনার দাম চড়চড়িয়ে বেড়েছে। এই হলুদ ধাতু বৃহস্পতিবার এই সপ্তাহের শুরুতেই সর্বোচ্চ মূল্য পৌঁছে গিয়েছিল। গত আট মাসে সর্বোচ্চ হয়েছিল সোনার দাম। বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় সোনার মূল্য (Gold Price) বৃদ্ধি পেয়েছে ০.৪৫ শতাংশ। টানা সাতটি সেশনে উত্থানের জেরে মঙ্গলবার ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার (Gold) দাম হয়েছিল ৪৯,৮৪০ টাকা।
গত আট মাসে ধাপে ধাপে বেড়েই চলেছে সোনার দাম (Gold Price)
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতের খবরের পর মার্কিন ডলার এবং ট্রেজারির চালান কমে যাওয়ায় এবং মূল্যবান কার্যকরী ধাতুর চাহিদা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সোনার দাম আট মাসের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হয়ে ওঠে। অর্থাৎ সোনার (Gold) দাম রেকর্ড হারে বেড়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন - INDW vs NZW: বড় রান করেও শেষরক্ষা হল না, নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ফের হার ঝুলন-মিতালিদের
এই সপ্তাহের শুরুতে এমসিএক্স (MCX) বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যের উচ্চতার শিখরে পৌঁছে গিয়েছিল। বিয়ের এই মরশুমে ৫০,০০০ টাকা অতিক্রম করে বহু মূল্যবান ধাতু সোনা। বিশেষজ্ঞদের মতে, আপাতত এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার মূল্য বৃদ্ধি হয়েছে ৪৯,০০০ টাকায়।
advertisement
এমসিএক্স সূচক বিশেষজ্ঞ অনুজ গুপ্ত জানিয়েছেন, "আমরা আশা করছি এই সোনার দাম আজ ৪৯,৯৯০ থেকে ৫০,০০০ টাকা এবং ১,৮৭৫ ডলার থেকে ১.৮৮০ ডলার হতে পারে।" আইআইএফএল সিকিউরিটিজের ভিপি রিসার্চ অনুজ গুপ্ত এই তথ্য সিএনবিসি-টিভি১৮-কে জানিয়েছেন৷
advertisement
বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে সোনার মূল্য (Gold Price)
বৃহস্পতিবার সকালে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে ১,৮৭৬.৪১ ডলার প্রতি আউন্সে ছিল। যেখানে মার্কিন সোনার মূল্যবৃদ্ধি ০.৪ শতাংশ বেড়ে হয়েছে ১,৮৭৮.৪০ ডলার। সোনার বর্তমান সঠিক বাজারমূল্য জানিয়ে এই তথ্য দিয়েছে রয়টার্স। মঙ্গলবার সোনার সর্বোচ্চ মূল্য ১,৮৭৯.৪৮ ডলারে পৌঁছেছিল।
পাশাপাশি খোলা বাজারে রুপোর দাম কিছুটা বেড়েছে। আউন্স প্রতি রুপোর দাম ২৩.৫৪ ডলারে পৌঁছে গিয়েছিল। তবে প্ল্যাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ১.০৫৬.৫৩ ডলারে নেমেছে। যা আগের সেশনের তিন মাসের সর্বোচ্চ ছুঁয়েছে। প্যালাডিয়াম ০.২ শতাংশ বেড়ে ২.২৮৪.১৯ ডলারে পৌঁছেছে।
advertisement
মূল্যবৃদ্ধির কারণ
ইউক্রেনের সীমান্ত এলাকায় রাশিয়া তার সৈন্য বাড়াচ্ছে বলে ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্রের খবরে বুধবার সোনার দাম বেড়েছে। পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত বিদ্রোহীরাও সরকারি বাহিনীকে তাদের লক্ষ্যবস্তু করার এবং বৃহস্পতিবার তাদের ভূখণ্ডে ঢুকে গুলি চালানোর অভিযোগ এনেছে। যদিও সরকারিভাবে গুলি চালানোর ঘটনাকে অস্বীকার করা হয়েছে।
এবিসি বুলিয়নের গ্লোবাল জেনারেল ম্যানেজার নিকোলাস ফ্র্যাপেল রয়টার্সকে জানিয়েছেন, "রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে সম্পর্কিত এই সোনার মূল্য বৃদ্ধি। সোনার দামে প্রভাব ফেলে যুদ্ধ পরিস্থিতি বা সংঘাতের আবহ। কারণ বিশ্বের সোনার বাজারটি ভূ-রাজনীতির শিকার।"
advertisement
গত মাসে মার্কিন ফেডারেল রিজার্ভের অধিকর্তা ডোভিশ জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক তারকঠোর নীতিতে অটল থেকে বিশ্ববাজারে সোনার প্রতি যথেষ্ট প্রভাব ফেলেছে। যদিও এটি মার্কিন ডলারের পতনের ইঙ্গিত দেয়। সেই সঙ্গে ইউএস ট্রেজারি লেনদেন ২ শতাংশের নিচে নেমে আসে। যার ফলে সোনার মূল্য বৃদ্ধি ঘটে এবং বিদেশি ক্রেতাদের কাছে সোনাকে আরও আকর্ষণীয় করে তোলে।
advertisement
রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের ফলে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রভাবে সুরক্ষিত বিকল্প হিসেবে সোনার চাহিদা অটুট রয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভের নীতি এবং মার্কিন বন্ডের কারণে সোনার উত্থান কিছুটা থমকে গিয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স ডিলার গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যানকে উদ্ধৃত করে জানিয়েছে, ইউক্রেন এবং রাশিয়ার সংঘাতের আবহ শেষ না হওয়া পর্যন্ত সোনার দাম ১,৮৪৫ ডলার থেকে ১,৮৮০ ডলারের মধ্যে থাকবে।
পরিস্থিতির পরিবর্তন
গত বছরের শেষের দিকে সস্তা হয়েছিল সোনা (Gold)। সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.২৪ শতাংশ নেমে গিয়ছিল। সোনার দাম ১০ গ্রামে নেমে হয়েছিল ৪৫,৯৬০ টাকা। ফলে ২০২০ সালের রেকর্ড থেকেও দেখা যাচ্ছে যে সোনার দাম হু-হু করে নেমে প্রায় ১০ হাজার টাকা সস্তা হয়ে গিয়েছিল।
view commentsLocation :
First Published :
February 18, 2022 4:26 PM IST