Zubeen Garg Death Probe: জুবিন গর্গ মৃত্যুতদন্তে একের পর এক গ্রেফতার! সিঙ্গাপুরের অনুষ্ঠান আয়োজক পুলিশ হেফাজতে!

Last Updated:

Zubeen Garg Death Probe: মঙ্গলবার রাতে অসম সিআইডির বিশেষ তদন্ত দল (এসআইটি) উত্তর-পূর্ব ভারত উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার করার পর গায়ক জুবিন গর্গের মৃত্যুর তদন্ত আরও বিস্তৃত হল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উভয়কেই আদালতে হাজির করা হয়
উভয়কেই আদালতে হাজির করা হয়
গুয়াহাটি : মঙ্গলবার রাতে অসম সিআইডির বিশেষ তদন্ত দল (এসআইটি) উত্তর-পূর্ব ভারত উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত এবং প্রয়াত গায়ক জুবিন মেহতার ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার করার পর গায়ক জুবিন গর্গের মৃত্যুর তদন্ত আরও বিস্তৃত হল বলে কর্মকর্তারা জানিয়েছেন। উভয়কেই আদালতে হাজির করা হয় এবং ১৪ দিনের হেফাজতে নেওয়া হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
বুধবার (২৮ নভেম্বর, ২০২৫) রাত ১২.৩০ মিনিটের দিকে শ্যামকানু মহন্তকে দিল্লি বিমানবন্দরে আটক করা হয় এবং তার পর তাঁকে গুয়াহাটিতে পাঠানো হয়। বুধবার সকালে লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। সূত্রের খবর, গুরুগ্রামে রাত কাটানোর পর রাজস্থান থেকে সিদ্ধার্থ শর্মাকে আটক করা হয়। শীঘ্রই তাঁকে অসমে আনা হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
রবিবার অসম পুলিশ ইভেন্ট ম্যানেজার মহন্তের বিরুদ্ধে আলাদা তদন্ত শুরু করেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর হাতে আসা সরকারি নথিতে দেখা গিয়েছে, অনুষ্ঠানের এই উদ্যোক্তা গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত, সংগঠিত আর্থিক অপরাধে জড়িত থাকার এবং অর্থ পাচারের মাধ্যমে সম্পত্তি অর্জনের অভিযোগেও অভিযুক্ত।
advertisement
শ্যামকানু হলেন প্রাক্তন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তের ছোট ভাই, যিনি বর্তমানে অসম রাজ্য তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার। তাঁর আরেক বড় ভাই ননীগোপাল মহন্ত, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার শিক্ষা উপদেষ্টা ছিলেন।
advertisement
নথিপত্রে দেখা গিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার অভিযানের সময় শ্যামকানুর বাড়ি থেকে অপরাধমূলক নথিপত্র এবং জিনিসপত্রের বান্ডিল বাজেয়াপ্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজক মহন্ত, তাঁর বিরুদ্ধে রাজ্য জুড়ে ৬০টিরও বেশি এফআইআর দায়ের হওয়ার পর সিআইডি বর্তমানে গর্গের মৃত্যুর তদন্ত করছে। মহন্ত এবং অহমিয়া সাংস্কৃতিক আইকনের ব্যবস্থাপক শর্মা-সহ প্রায় ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রয়াত গায়কের স্ত্রী গরিমা গর্গ বলেছেন যে তিনি আইনি প্রক্রিয়ায় আস্থা রাখেন এবং আশাবাদী যে ন্যায়বিচার তাঁরা পাবেন।
advertisement
আরও পড়ুন : কোচিং সেন্টারের শিক্ষককে বিয়ে করলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী! তাঁদের বিশেষ ভিডিও এখন ভাইরাল!
বৃহস্পতিবার এবং শুক্রবার শ্যামকানুর বাসভবনে তল্লাশি চালিয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অপরাধমূলক উপাদান উদ্ধার করেছে বলে নথিপত্রে প্রকাশ পেয়েছে। বাজেয়াপ্ত করা জিনিসের মধ্যে রয়েছে একটি প্রতিষ্ঠানের নামে ইস্যু করা একাধিক প্যান কার্ড, বিভিন্ন কোম্পানি এবং সরকারি অফিসের সঙ্গে যুক্ত প্রায় ৩০টি স্ট্যাম্প সিল, রয়েছে বেশ কয়েকটি তথাকথিত বেনামি সম্পত্তির সঙ্গে যুক্ত কাগজপত্রও।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zubeen Garg Death Probe: জুবিন গর্গ মৃত্যুতদন্তে একের পর এক গ্রেফতার! সিঙ্গাপুরের অনুষ্ঠান আয়োজক পুলিশ হেফাজতে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement