Zubeen Garg Death: বাংলা ছবিতে একের পর এক হিট গান, আচমকা 'বেস্টফ্রেন্ড' জুবিনের মৃত্যুর খবরে বাকরুদ্ধ জিৎ-দেব-প্রীতম! লিখলেন...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Zubeen Garg Death: ৩০ বছরের সম্পর্ক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুবিন গর্গের। জিতের সুর করা ছবি 'প্রেমী' থেকে একের পর এক হিট ছবিতে গান গেয়েছেন জুবিন। জুবিন গর্গের আচমকা মৃত্যুসংবাদে শোকস্তব্ধ বিনোদন জগত।
কলকাতা: স্টুডিওতে বসে জুবিনেরই গাওয়া গান মিক্স করছিলেন সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। তখনই প্রিয়বন্ধুর চলে যাওয়ার খবর এল। বাকরুদ্ধ সুরকার জিৎ। ৩০ বছরের সম্পর্ক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুবিন গর্গের। জিতের সুর করা ছবি ‘প্রেমী’ থেকে একের পর এক হিট ছবিতে গান গেয়েছেন জুবিন।
‘চিরদিনই তুমি যে আমার’, ‘বোঝেনা সে বোঝেনা’, :পরান যায় জ্বলিয়া’ তালিকা দীর্ঘ। শেষ বাংলা গানও গেয়ে গেলেন জিতের ছবির জন্য। ‘সে তো আজও বোঝেনা’ ছবিতে গান গেয়েছেন জুবিন। সোহম চক্রবর্তী অভিনীত ছবিটি মুক্তির অপেক্ষায়। সেই ছবিতে জুবিনের গান স্টুডিওতে বসে মিক্স করছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়।
Zubeen losing his life in an accident is just the most terrible and saddest news.
I’m still trying to come to terms with it…
My deepest condolences to Garima and his family. Om Shanti 🙏🏼 pic.twitter.com/XsZVKEbNkr— Pritam (@ipritamofficial) September 19, 2025
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতা থেকে ভোটে লড়া প্রাক্তন বিশ্বসুন্দরী, স্টেজ ফোর ক্যানসারের সঙ্গে লড়ছেন! ফের শুরু কেমোথেরাপি
তখনই সিঙ্গাপুর থেকে জুবিনের মৃত্যু সংবাদ তিনি পান। তিনি বিশ্বাস করতে পারছেন না যে তাঁর প্রিয় বন্ধুর সঙ্গে আর কোনওদিন তাঁর দেখা হবে না। তাঁর সুর করা ছবিতে আর কোনওদিন গান গাইবেন না জুবিন। মুম্বই থেকে নিউজ 18 বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একপ্রকার কেঁদে ফেললেন জিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: ‘মোদি ও ভারত আমার খুব কাছের’, অক্টোবরে সাক্ষাতের আগেই কি সুর নরম ট্রাম্পের? ‘বন্ধুত্ব’ নিয়ে জল্পনা
সোশ্যাল মিডিয়ায় জুবিনের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন দেব ও সঙ্গীত পরিচালক-গায়ক প্রীতম চক্রবর্তী। দেব লিখেছেন, ‘তোমাকে মিস করব, শান্তিতে থেকো’। প্রীতম চক্রবর্তী লিখেছেন, ‘দুর্ঘটনায় জুবিন প্রাণ হারিয়েছে, এমন ঘটনা অবিশ্বাস্য ও দুঃখজনক। আমি এখনও বিশ্বাস করার চেষ্টা করছি। সমবেদনা জানাই গরিমা ও পরিবারকে। ওম শান্তি’।
advertisement
মানস বসাক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 5:27 PM IST