Zindagi Na Milegi Dobara Turns 10: জিন্দেগি না মিলেগি দোবারা-র জন্মদিন, সিক্যুয়েল-এর সম্ভাবনা আছে?

Last Updated:

দেখতে দেখতে ১০ বছর। জিন্দেগি না মিলেগি দোবারা-র সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন হৃতিক।

#মুম্বই: বলিউডে সারা জাগানো সিনেমা জিন্দেগি না মিলেগি দুবারা (Zindagi Na Milegi Dobara) রিলিজ হয়েছে প্রায় দশ বছর হতে চলল। অথচ যতবারই আপনি এই সিনেমা দেখবেন ততবারই যেন জীবনকে নতুনভাবে চিনতে শিখবেন। তাই এখনো, এই বর্তমান সময়েও দর্শককে সমানভাবে টানে সিনেমার নানান দৃশ্য। বোম্বে টাইমস্‌কে (Bombay Times) দেওয়া একটি সাক্ষাৎকারে হৃতিক রোশন (Hrithik Roshan) এই সিনেমার সিক্যুয়েল তৈরির সম্ভাবনার কথা বলেছেন আর তারই সঙ্গে জিন্দেগি না মিলেগি দোবারা কেন এখনও সমান জনপ্রিয় সেই বিষয়েও খোলামেলাভাবে মনের কথা জানিয়েছেন।
হৃতিক আরো বলেছেন, সিক্যুয়েল বানানোর সম্ভাবনা এই সিনেমাতে সবসময়েই আছে। “হতেই পারে তা ৫ বছর কিংবা ১৫ বছর পরে, সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং এরকম হলে ব্যাপারটা আরো কুল হবে। কিন্তু আমার মনে হয় না জোয়া (Zoya Akhtar) শুধুমাত্র দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এই সিনেমার সিক্যুয়েল বানাবে। স্বতঃস্ফূর্তভাবে যদি এই বিষয়ে চিন্তা ভাবনা জোয়াকে অনুপ্রাণিত করে তবেই ও স্ক্রিপ্ট লেখার জন্য নিজেকে তৈরি করবে।”
advertisement
অভিনেতা মনে করেন, এই সিক্যুয়েলের বিষয়টাকে ভবিতব্যই বলতে হবে, যদি হওয়ার থাকে তাহলে এটা হবেই। আসলে পুরো সিনেমাটাই তো বন্ধু, জীবন আর জীবনের কিছু সম্ভাবনার কথা নিয়ে। “আমরা সিনেমার চরিত্রগুলো থেকে যত সময়ের ব্যবধানে দূরে যাব ততই তাদের কাছে ফিরে যাওয়ার কৌতূহল বাড়বে।”
advertisement
হৃতিকের পাশাপাশি মূখ্য চরিত্রে থাকা ফারহান আখতার (Farhan Akhtar) ও অভয় দেওয়ালকে (Abhay Deol) নিয়ে এই সিনেমা বন্ধুত্ব ও জীবনের গল্প। আর আজকের দিনেও এর জনপ্রিয়তা কোথায়? সেই কথা বলতে গিয়ে হৃতিক জানান, এই সিনেমাতে কোথাও মেকি কিছুই নেই, “কোনো বিশেষ মুহূর্ত নয়, বিশেষ ডায়লগ নয়, মেকি কিছু বানিয়ে দেখানোর কোনো চেষ্টাই নেই। এটাই হয়তো বাস্তব। আমার মনে হয় আসল সিনেমায় কোনো ধরণের হিরোইজম থাকে না এবং সেটাই আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।” অভিনেতার মতে এই সিনেমা আসলে দর্শককে আনন্দ দেয়া, মনকে ফুরফুরে করে তোলার মতো সিনেমা, সত্যিকারের সিনেমা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zindagi Na Milegi Dobara Turns 10: জিন্দেগি না মিলেগি দোবারা-র জন্মদিন, সিক্যুয়েল-এর সম্ভাবনা আছে?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement