শাহরুখের জন্মদিনে নয়া ধামাকা! রুপোলি পর্দায় ফের দেখা যাবে DDLJ

Last Updated:

re-release of Dilwale Dulhania Le Jayenge : রুপোলি পর্দায় ফের দেখা যাবে DDLJ। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি

#মুম্বই: কিং খানের ৫৭তম জন্মদিন। আগামী ২ নভেম্বর ভক্তদের জন্য় এক বিশেষ দিন। হবে নাই বা কেন? সেদিন রয়েছে যুগ্ম ধামাকা। বুধবার, ২ নভেম্বর মুক্তি পেতে চলেছে 'পাঠান' সিনেমার টিসার। সঙ্গে রয়েছে আরও এক চমক, রুপোলি পর্দায় ফের দেখা যাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ)। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি।
View this post on Instagram

A post shared by Yash Raj Films (@yrf)

advertisement
advertisement
যশ রাজ ফ্লিম ২ নভেম্বর শাহরুখ খান-অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আবার রিলিজ করবে৷ নিজের সোশ্য়াল মিডিয়াতে পোস্ট করেছে প্রোডাকশন কোম্পানী। সিনেমার ইতিহাসে দীর্ঘতম চলমান চলচ্চিত্র৷ এটি YRF বানিয়েছে, তাই তাঁরা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে পুনরায় মুক্তি দেবে।
advertisement
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ২০ অক্টোবর, ১৯৯৫-এ মুক্তি পেয়েছিল। লকডাউনের সময় ছাড়া ২৭ বছর ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দিরে সিনেমাটি ধারাবাহিকভাবে চলছে। সূত্র আরও বলেছে, "মারাঠা মন্দিরের পাশাপাশি, ২ নভেম্বর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সারা দেশে বেশ কয়েকটি পিভিআরে প্রদর্শিত হবে৷ বেশিরভাগ শোয়ের টিকিট ১০০ টাকায় পাওয়া যাবে৷ ইতিমধ্যেই অনলাইনে বুকিং শুরু হয়েছে৷ বর্তমানে মুম্বাই, দিল্লি, কলকাতা, কানপুর, আহমেদাবাদ, লক্ষ্ণৌ, পুনে এবং সুরাট নামে ৮টি শহরে পিভিআর থিয়েটার বুকিং শুরু করেছে৷ সামনের দিনগুলিতে আরও শহর যুক্ত হবে এই তালিকায়৷ এছাড়াও এই ৮ শহরে শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।"
advertisement
এক কথায় বলা যায় শাহরুখের ভক্তরা একসঙ্গে পাঠান এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখবে রুপোলি পর্দায়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখের জন্মদিনে নয়া ধামাকা! রুপোলি পর্দায় ফের দেখা যাবে DDLJ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement