Filmmaker Death: মর্মান্তিক র্ঘটনায় মৃত্যু তরুণ পরিচালকের! রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ফোন-ক্যামেরা চুরি করল পথচারীরা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Filmmaker Death: পরিচালকের প্রাণ না বাঁচিয়ে উল্টে তাঁর ফোন, ল্যাপটপ চুরি হয়ে গেল। অমনাবিকতার নজির দেশের রাজধানীর রাস্তায়। পরিচালকের নাম, পিয়ূষ পাল, বয়স ৩০ বছর। তথ্যচিত্র বানান।
দিল্লি: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ পরিচালকের। দিল্লির রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থেকেও কেউ বাঁচাতে এল না তাঁকে। পরিচালকের প্রাণ না বাঁচিয়ে উল্টে তাঁর ফোন, ল্যাপটপ চুরি হয়ে গেল। অমনাবিকতার নজির দেশের রাজধানীর রাস্তায়। পরিচালকের নাম, পিয়ূষ পাল, বয়স ৩০ বছর। তথ্যচিত্র বানান। গুরুগ্রামে ফ্রিলান্স পরিচালক হিসেবে কাজ করছিলেন।
#BreakingNews | A 30-year-old young filmmaker met with an accident in east Delhi and lay bleeding for nearly half an hour before someone helped and took him to a hospital. @_anshuls with more on this@GrihaAtul | #Delhi | #RoadAccident pic.twitter.com/FmQ9yNkcDi
— News18 (@CNNnews18) November 2, 2023
advertisement
advertisement
গত ২৮ অক্টোবর দুর্ঘটনাটি ঘটে। রাত ১০টা নাগাদ। সিসিটিভি-কে ঘটনাটি ধরা পড়েছে। ব্যস্ত রাস্তায় লেন পরিবর্তন করতে গিয়ে আরও একটি বাইকের ধাক্কায় পরিচালকের বাইকে খানিক দূরে ছিটকে পড়ে যায়।
পুলিশ জানিয়েছে, যখন পিয়ূষকে খুঁজে পাওয়া গিয়েছিল, তিনি তখন রক্তে ভেসে যাচ্ছিলেন। তারাই পরিচালককে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা চলাকালীন হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পিয়ূষ।
advertisement
পিয়ূষের এক বন্ধুর দাবি, যদি পথচারীদের সাহায্য পাওয়া যেত, তাহলে তাঁকে প্রাণে বাঁচানো যেত। তাঁর কথায় জানা যায়, ২০ মিনিট ধরে ওখানেই পড়ে ছিলেন পিয়ূষ। তাঁর কাছে লোকেরা ছবি-ভিডিও তুলে যাচ্ছিলেন, কিন্তু কোনওভাবেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা মনে হয়নি কারও। এমনকি রক্তাক্ত পরিচালকের কাছে যা দামি জিনিস ছিল সেগুলি চুরি করে নিয়ে গিয়েছে তারা। ফোন চোর বারবার পিয়ূষের মা-বাবার ফোন পেয়ে কেটে দিতে থাকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 2:10 PM IST