Yash and Nusraat Faria: মঞ্চে নতুন 'রকস্টার', যশ-এর সঙ্গে জুটি বাঁধছেন 'অন্য' নুসরত

Last Updated:

‘রকস্টার’- অংশুমান প্রত্যুষের মিউজিক্যাল থ্রিলার

#কলকাতা: যশ-নুসরত (Yash-Nusrat) জুটি বলতে স্বভাবতই নুসরত জাহানের কথা মাথায় আসে,  বিগত এক বছরে সবথেকে চর্চিত জুটি। সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে ওরা এখন 'হ্যাপি কাপল'। দুই ছেলেকে নিয়ে সুখি পরিবার। সময়ের সঙ্গে তাদের নিয়ে চটপটি চর্চাও এখন থেমে গিয়েছে। জুটিতে চুটিয়ে কাজও করছেন তাঁরা। তাহলে কি এই ছবিতে আবার তারা জুটিতে? চমক এখানেই। ‘রকস্টার’ ছবিতে যশের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ওপার বাংলার নুসরত ফারিয়া (Yash and Nusraat start shooting for Anshuman Pratyush’s next film)।
ফারিয়া (Nusraat Faria) ওপার বাংলার পরিচিত মুখ। কাজ করেছেন এপার বাংলার ছবিতেও। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘আশিকী’ তে প্রথম দেখা যায় নুসরত ফারিয়াকে। ‘বিবাহ অভিযান’ ছবিতেও দর্শকদের ভাল লাগে নুসরতকে। তবে এই ছবিতে ফারিয়া মিষ্টি নায়িকা নন, রাফ অ্যাণ্ড টাফ  (Nusraat Faria)। অফস্ক্রিন নুসরতও অনেকটা এরকম। পরিচালকও অনেকদিন থেকেই চাইছিলেন নুসরতকে নিয়ে কাজ করতে। যশের লুক নিয়েও এক্সপেরিমেন্ট করেছেন অংশুমান 9Anshuman Pratyush)। মুম্বইয়ের রকস্টার রণবীর বা ফারহানের থেকে একদম আলাদা লুকে দেখা যাবে যশকে। এই লুকে তাঁকে আগে দেখা যায়নি, দাবি পরিচালকের।
advertisement
advertisement
ছবির জন্য মন দিয়ে গিটার বাজানো শিখেছেন যশ (Yash)। রপ্ত করেছেন রকস্টারদের আদবকায়দা। সঙ্গে রয়েছে ফারিয়ার সঙ্গে রোম্যান্টিক মুহূর্তও। গোঁড়া পরিবারের ছেলে গান গেয়ে বিখ্যাত হতে চায়। হাতে গিটার, লম্বা ঝাঁকড়া চুলের ছেলের রকস্টার লুক না পসন্দ বাবার। বাধ সাধেন তিনি। ছেলেও নাছোড়বান্দা। তাঁর স্বপ্নের পথ ছাড়বে না সে। শুরু হয় সমস্যা। এই গল্প বেশ চেনা। এই ধরনের গল্প নিয়ে আগেও অনেক ছবি হয়েছে।  অংশুমান প্রত্যুষের ‘রকস্টার’ও কি সেই পথের পথিক? ছবির গল্প কিন্তু তা বলছে না। চেনা গল্পের মধ্যেই রয়েছে অচেনা মোড়ক। তা সেই মোড়কে কী আছে?
advertisement
সাধারণ মুখ থেকে রকস্টার হয়ে ওঠার স্ট্রাগল নিয়েই এই ছবির কাহিনি। সম্ভ্রান্ত পরিবারের ছেলে বাবার অনুমতি ছাড়াই তার লক্ষের পথে চলতে শুরু করে। এই কাজে পাশে পায় তার মাকে। এভাবে চললে হয়তো এই ছবিকে মিউজিক্যাল মুভি বলা যেতে পারত, কিন্তু গল্পের ট্যুইস্ট এখানেই। রকস্টার হয়ে ওঠার পথে অন্ধকার জগতের রাস্তায় পা বাড়ান নায়ক। একটি খুনের ঘটনার সাক্ষী ছোট বাচ্চাকে বাঁচাতে জ্যামির লড়াই শুরু হয় অন্ধকার জগতের সঙ্গে। সেদিক থেকে ‘রকস্টার’-কে মিউজিক্যাল থ্রিলার বলা যেতে পারে।  টালিগঞ্জের নতুন জুটি জ্যামি-তৃষা দর্শকের কাছে কতটা প্রিয় হয়ে উঠতে পারেন ছবি মুক্তির পর তা স্পষ্ট হবে। রকস্টারের জীবন নিয়ে ছবি, তাই গানের প্রাধান্য রয়েছে। গানের দায়িত্বে প্রতীক কুণ্ডু ও  অমিত-ঈশান। প্রয়োজনায় শাপলা মিডিয়া ইন্টারন্যাশানাল।
advertisement
Syamasri Saha
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yash and Nusraat Faria: মঞ্চে নতুন 'রকস্টার', যশ-এর সঙ্গে জুটি বাঁধছেন 'অন্য' নুসরত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement