World Cancer Day: পিঠে মারণরোগে থাবার চিহ্ন, লম্বা কাটা দাগ! স্ত্রী তাহিরার ক্যানসার-যুদ্ধ নিয়ে মুখ খুললেন আয়ুষ্মান খুরানা

Last Updated:

World Cancer Day: স্ত্রী তাহিরা কাশ্যপের ক্যানসার নিয়ে মুখ খুললেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাহিরা ক্যানসারজয়ী, হারিয়েছেন মারণরোগকে।

আয়ুষ্মান ও তাহিরা
আয়ুষ্মান ও তাহিরা
মুম্বই: ৪ মে, বিশ্ব ক্যানসার দিবস। আর সেই দিন উপলক্ষে স্ত্রী তাহিরা কাশ্যপের ক্যানসার নিয়ে মুখ খুললেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাহিরা ক্যানসারজয়ী, হারিয়েছেন মারণরোগকে। তবে শরীরে রয়েছে ক্যানসারের ছোঁয়ার কাটা চিহ্ন। ১৬ বছরের বিবাহিত জীবন আয়ুষ্মান-তাহিরার। নানা ঘাত-প্রতিঘাত দেখেছেন দুজনেই। তা সত্ত্বেও, এখনও অটুট তাঁদের সম্পর্ক। রবিবার তাহিরার মনের জোরের কথা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন আয়ুষ্মান।
রবিবার বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে তাহিরার উদ্দেশে একটি চিঠি লিখলেন আয়ুষ্মান। যার রন্ধ্রে রয়ে গেল প্রেম, আবেগ ও হাতে-হাত ধরে বেঁচে থাকার বোধ। আয়ুষ্মান কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৪ নম্বর দোকানে যে মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, @spokenfest-এ তোমার যাত্রা শুরুর আগে রইল অজস্র অভিনন্দন। তোমাকে ভালবাসি’। তিনি যে তাহিরার লড়াইকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন এবং প্রতি মুহূর্তে তাঁর সাহসে মুগ্ধ হয়েছেন, রবিবারের পোস্টে আয়ুষ্মানের মনের সেকথাই উঠে এসেছে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? কীভাবে বুঝবেন জানুন, দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকে বাঁচুন
এই পোস্টটি শেয়ার করার পরই নেটিজেনদের আবেগ কার্যত আছড়ে পড়ে কমেন্টবক্সে। বহু মানুষ আয়ুষ্মান-তাহিরার প্রেমকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ছবির কালেকশনে রয়েছে তাহিরার পিঠের কাটা দাগের ছবিও। এক সময় ক্যনসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন আগেই।
advertisement
শুরু থেকেই আয়ুষ্মান জানিয়েছিলেন যে, তাহিরার সঙ্গে এই লড়াইয়ে পাশে থেকেছেন তিনি। তাঁর স্টেজ জিরো স্তন ক্যানসার হয়েছিল বলে জানিয়েছিলেন তাহিরা। দীর্ঘ লড়াইয়ের পর এই রোগ থেকে মুক্তি পেয়েছেন। শুরুর দিন থেকে এই লড়াইয়ে তাহিরার পাশে ছিলেন আয়ুষ্মান। আজ বিশ্ব ক্যানসার দিবসে স্ত্রীকে নিয়ে ফের বিশেষ পোস্ট করলেন অভিনেতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
World Cancer Day: পিঠে মারণরোগে থাবার চিহ্ন, লম্বা কাটা দাগ! স্ত্রী তাহিরার ক্যানসার-যুদ্ধ নিয়ে মুখ খুললেন আয়ুষ্মান খুরানা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement