নিমতা কাণ্ডে গ্রেফতার চারজনেরই জামিন, ফেসবুকে পাল্টা বিস্ফোরক পোস্ট জিতুর স্ত্রীয়ের
- Published by:Uddalak B
Last Updated:
বৃহস্পতিবার সোদপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা জিতু কমলের গাড়ি৷
#কলকাতা: অভিনেতা জিতু কমল ও তাঁর স্ত্রীকে হেনস্থার কারণে গ্রেফতার হওয়া চারজনেরই জামিন হল একদিন পরেই। আর তাই ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতার স্ত্রী৷ লিখললেন, ‘চার অভিযুক্ত জামিন পেয়ে গেছেন, বাকি রইল, পরশুরাম বাবু৷ আপনার আর চিন্তা কিসের, আপনি তো পুলিশ৷’
নিমতা কাণ্ডে চারজনকে পুলিশ গ্রেফতার করে৷ গ্রেফতার হওয়া চারজনের নাম যথাক্রমে আদিত্য প্রামাণিক, রাহুল প্রামাণিক, শুভাশীষ দাস ও রাজীব মণ্ডল৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ২৭৯, ৫০৬, ৫০৯ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়৷ সেই মামলায় শনিবার তাঁদের ব্যরাাকপুর মহকুমা আদালতে পাঠানোও হয়৷ সেখানেই শুনানির শেষে ধৃত চারজনের জামিন মঞ্জুর করে আদালত৷
advertisement
আরও পড়ুন: 'আমরা ডোবারম্যান, সাদা হাতি, পরাশ্রয়ী নই! সুদীপকে তুমুল আক্রমণ তাপসের, অস্বস্তিতে তৃণমূল
advertisement
আরও পড়ুন: অস্বস্তিতে তৃণমূল, সুদীপ-তাপস দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই
বৃহস্পতিবার সোদপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা জিতু কমলের গাড়ি৷ সঙ্গে ছিলেন স্ত্রী নবনীতা ও গাড়ির চালক৷ অভিযোগ জানাতে হলে তাঁরা হেনস্থার শিকার হন বলে অভিযোগ৷ সেই নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে উত্তপ্ত বাক্য বিনিয়ম করতে দেখা গিয়েছে৷ পাশাপাশি, হাউহাউ কাঁদতেও শোনা গিয়েছে জিতুর স্ত্রী নবনীতাকে৷
advertisement
সেই সন্ধ্যাতেই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়৷ তখন নবনীতা জানিয়েছিলেন, তিনি পুলিশি তৎপরতায় খুশি৷ কিন্তু ছবিটা পাল্টে গেল চার অভিযুক্ত জামিন পেতেই৷ ফের পুলিশ প্রশাসনকে কটাক্ষ করে পোস্ট করলেন অভিনেত্রী৷
পাশাপাশি উল্লেখ করলেন পুলিশ অফিসারের কথাও৷ এই পরশুরাম নামে পুলিশ অফিসারের বিরুদ্ধে নবনীতার অভিযোগ ছিল, তিনি পরিস্থিতি দেখেও সাহায্য করতে এগিয়ে আসেননি৷
advertisement
অরুণকুমান রায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2022 7:23 PM IST