নিমতা কাণ্ডে গ্রেফতার চারজনেরই জামিন, ফেসবুকে পাল্টা বিস্ফোরক পোস্ট জিতুর স্ত্রীয়ের

Last Updated:

বৃহস্পতিবার সোদপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা জিতু কমলের গাড়ি৷

#কলকাতা: অভিনেতা জিতু কমল ও তাঁর স্ত্রীকে হেনস্থার কারণে গ্রেফতার হওয়া চারজনেরই জামিন হল একদিন পরেই। আর তাই ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতার স্ত্রী৷ লিখললেন, ‘চার অভিযুক্ত জামিন পেয়ে গেছেন, বাকি রইল, পরশুরাম বাবু৷ আপনার আর চিন্তা কিসের, আপনি তো পুলিশ৷’
নিমতা কাণ্ডে চারজনকে পুলিশ গ্রেফতার করে৷ গ্রেফতার হওয়া চারজনের নাম যথাক্রমে আদিত্য প্রামাণিক, রাহুল প্রামাণিক, শুভাশীষ দাস ও রাজীব মণ্ডল৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ২৭৯, ৫০৬, ৫০৯ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়৷ সেই মামলায় শনিবার তাঁদের ব্যরাাকপুর মহকুমা আদালতে পাঠানোও হয়৷ সেখানেই শুনানির শেষে ধৃত চারজনের জামিন মঞ্জুর করে আদালত৷
advertisement
advertisement
আরও পড়ুন: অস্বস্তিতে তৃণমূল, সুদীপ-তাপস দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই
বৃহস্পতিবার সোদপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা জিতু কমলের গাড়ি৷ সঙ্গে ছিলেন স্ত্রী নবনীতা ও গাড়ির চালক৷ অভিযোগ জানাতে হলে তাঁরা হেনস্থার শিকার হন বলে অভিযোগ৷ সেই নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে উত্তপ্ত বাক্য বিনিয়ম করতে দেখা গিয়েছে৷ পাশাপাশি, হাউহাউ কাঁদতেও শোনা গিয়েছে জিতুর স্ত্রী নবনীতাকে৷
advertisement
সেই সন্ধ্যাতেই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়৷ তখন নবনীতা জানিয়েছিলেন, তিনি পুলিশি তৎপরতায় খুশি৷ কিন্তু ছবিটা পাল্টে গেল চার অভিযুক্ত জামিন পেতেই৷ ফের পুলিশ প্রশাসনকে কটাক্ষ করে পোস্ট করলেন অভিনেত্রী৷
পাশাপাশি উল্লেখ করলেন পুলিশ অফিসারের কথাও৷ এই পরশুরাম নামে পুলিশ অফিসারের বিরুদ্ধে নবনীতার অভিযোগ ছিল, তিনি পরিস্থিতি দেখেও সাহায্য করতে এগিয়ে আসেননি৷
advertisement
অরুণকুমান রায়
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিমতা কাণ্ডে গ্রেফতার চারজনেরই জামিন, ফেসবুকে পাল্টা বিস্ফোরক পোস্ট জিতুর স্ত্রীয়ের
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement