‘মির্জাপুর সিজন ৩’ কবে ওটিটি-তে আসছে? মুক্তির তারিখ জানালেন নির্মাতারা

Last Updated:

Mirzapur season 3 release date: এদিকে সম্প্রতি একটি টিজার দিয়েছে Amazon Prime Video। সেই প্রচারমূলক ভিডিও-য় দেখা গিয়েছে অভিনেতা প্রমোদ পাঠককে। যাঁকে মির্জাপুরে জেপি যাদবের ভূমিকায় দেখা গিয়েছে।

কলকাতা: ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ‘মির্জাপুর সিজন ৩’-এর জন্য। তবে আগের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল যে, চলতি বছরের জুন মাসে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। অথচ সম্প্রতি নির্মাতাদের তরফ থেকে টিজারের কথা ঘোষণা করা হয়েছে। আর সেখান থেকেই শুরু হয়েছে বিভ্রান্তি।
ভক্তরা ভেবেছিলেন, চলতি মাসেই অপেক্ষার অবসান ঘটবে। নতুন সিজন দেখতে পাবেন তাঁরা। কিন্তু এই ঘোষণার পরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এই বিলম্বের কারণে স্বাভাবিক ভাবেই হতাশ ভক্তরা।
এদিকে সম্প্রতি একটি টিজার দিয়েছে Amazon Prime Video। সেই প্রচারমূলক ভিডিও-য় দেখা গিয়েছে অভিনেতা প্রমোদ পাঠককে। যাঁকে মির্জাপুরে জেপি যাদবের ভূমিকায় দেখা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- কেউ চা বিক্রি করতেন, কেউ ছিলেন কন্ডাক্টর! অভিনয়ের আগে কীভাবে কাটত এঁদের জীবন?
প্রচারমূলক ভিডিও-র ওই ক্লিপটিতে জেপি যাদব একটি নির্দিষ্ট তারিখের কথা বলছেন। আর সেই তারিখটি হল ২২ অগাস্ট। বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও তিনি নিজের জায়গায় একদম দৃঢ় থাকেন। আর ওই তারিখটি জানান। বলেন, “আমার কথা মিলিয়ে নেবেন।”
advertisement
কোনও রকম সন্দেহ নিয়ে বেশ বিরক্তিও প্রকাশ করে নিজের বক্তব্যের উপরেই জোর দেন তিনি। জানান যে, “এটা একজন রাজনৈতিক নেতার প্রতিশ্রুতি।” ফলে ভক্তদের কাছে আস্থা রাখার জন্য আর্জিও জানান। এরপর শেষ হয় যাদবের বক্তব্য।
এদিকে, আগামী ২২ অগাস্ট কী হতে চলেছে, সে নিয়ে এখন জল্পনা তুঙ্গে ভক্তদের। আর ‘মির্জাপুর’-এর আসন্ন নতুন সিজনের সঙ্গে এই তারিখের সম্পর্কই বা কী, সেটা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
advertisement
যদিও আদৌ ‘মির্জাপুর’-এর নয়া সিজন ২২ অগাস্ট আসবে কি না, সে নিয়ে ধন্দে ভক্তরা। হতাশা চেপে রাখতে পারছেন না। একজন মন্তব্য করেন, “যদি এটা একজন নেতার প্রতিশ্রুতি হয়, তাহলে এটা নিশ্চয়ই মিথ্যা।”
আরও পড়ুন- কেউ ধরে রাখলেন পুরনো আসন, কারও ভাগ্যে শিকে ছিঁড়ল প্রথমবারই, TMC-র একঝাঁক তারকা!
আর একজন আবার জোরের সঙ্গে মুক্তির দিন হিসেবে বলেন যে, “নিশ্চিত ভাবেই ২১ অথবা ২২ জুন!” তবে মুন্না চরিত্রটি নিয়েও জোর জল্পনা চলছে ভক্তমহলে। এক ভক্ত বলেন যে, “শেষে গিয়ে মুন্নার প্রত্যাবর্তন হতে চলেছে।”
advertisement
আর একজনের বক্তব্য, “রাজনৈতিক নেতাদের কথা যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে। তাঁদের বিশ্বাস করা খুবই কঠিন। ২২ অগাস্ট, ২০২৫!”
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘মির্জাপুর সিজন ৩’ কবে ওটিটি-তে আসছে? মুক্তির তারিখ জানালেন নির্মাতারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement