Bollywood Gossip: কেউ চা বিক্রি করতেন, কেউ ছিলেন কন্ডাক্টর! অভিনয়ের আগে কীভাবে কাটত এঁদের জীবন? জানলে চোখে জল আসবে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: অক্ষয় কুমার থেকে বোমান ইরানি বা আরশাদ ওয়ারসি, বলিউডে এই অভিনেতাদের কোনও গডফাদার ছিল না বলেই ধরে নেওয়া হয়। কেরিয়ারের একেবারে প্রথমদিকে চরম স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করতে পেরেছেন।
*অক্ষয় কুমার থেকে বোমান ইরানি বা আরশাদ ওয়ারসি, বলিউডে এই অভিনেতাদের কোনও গডফাদার ছিল না বলেই ধরে নেওয়া হয়। কেরিয়ারের একেবারে প্রথমদিকে চরম স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করতে পেরেছেন। এদের মধ্যে অনেকেই একসময় সেলসম্যানের কাজও করেছেন রোজগারের জন্য। তালিকায় যে নামগুলি রয়েছে, দেখে চমকে উঠতে পারেন...
advertisement
advertisement
advertisement
*বোমান ইরানি: বোমান ইরানির ছোটবেলা কেটেছে খুবই কষ্টে। তিনি মায়ের সঙ্গে একটি বেকারি দোকানে চা এবং কেক বিক্রি করতেন। এরপর মুম্বইয়ের এক জনপ্রিয় ফটোগ্রাফারের কাছে কাজ করতেন। ছবি তুলে উপার্জন করতেন। তারপর তিনি অভিনয় দুনিয়ায় পা রাখেন। এরপরে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি, নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা কোড়ে নেন।
advertisement
advertisement
advertisement
