Viral Video: বারণ সত্ত্বেও লেডি গাগা-র কাছে এগিয়ে যাচ্ছেন শাহরুখ! গদগদ ভিডিও দেখে অবাক ভক্তরা, কী হয়েছিল জানেন?

Last Updated:

Viral Video: সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গায়িকা লেডি গাগার বারণ সত্ত্বেও শাহরুখ একই কাজ করে চলেছেন, যা দেখেই হতবাক হয়েছেন ভক্তরা৷ ঠিক কী হয়েছিল সেদিন? জানলে চমকে যাবেন৷

মুম্বই: শাহরুখ খান মানেই টানটান উত্তেজনা ৷ যত দিন যাচ্ছে ততই যেন তাঁকে নিয়ে চর্চাো বাড়ছে৷ তার ব্যক্তিত্ব এখনও সকলের নজর কাড়ে৷ বছর ৬০-এর কোটায় হলেও তিনি ছোট থেকে বড় সকল মহিলাদেরই হার্টথ্রব৷ বিশেষত মহিলাদের প্রতি তাঁর ব্যবহার বারবারই প্রশংসিত হয়েছে৷ তবে এবার পুরোটাই উল্টো৷ বিখ্যাত পপ গায়িকা লেডি গাগার সঙ্গে শাহরুখের আচরণ নিয়ে শুরু হয়েছে তীব্র নিন্দা৷ সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গায়িকা লেডি গাগার বারণ সত্ত্বেও শাহরুখ একই কাজ করে চলেছেন, যা দেখেই হতবাক হয়েছেন ভক্তরা৷ ঠিক কী হয়েছিল সেদিন? জানলে চমকে যাবেন৷
সালটা ২০১১৷ ভারতে এসেছিলেন বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী লেডি গাগ৷ সেই সময় এক সাক্ষাৎকারেই শাহরুখ ও লেডি গাগাকে দেখা যায়৷ সেখানে হাসি-ঠাট্টায় মত্ত ছিলেন দুজনে৷ তবে গাগার ক্ষেত্রে পুরো বিষয়টা যেন উল্টে গেল৷ আচমকাই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
advertisement
শাহরুখ ও লেডি গাগার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথম থেকেই লেডি গাগার চায়ের কাপ নিতে চাইছেন শাহরুখ খান৷ বারবার তা দিতে এড়িয়ে যাচ্ছেন গাগা৷ তারপরই মজার ছলেই গাগাকে বলেন, হয়তো আপনার কাছে টাকা নেই, শপিং করতেও পারছেন না৷ তাই আমি আমার এই দামি ঘড়ি আপনাকে উপহার দিতে তাই৷ তবে গায়িকা মোটেই বিষয়টি মজার ছলে নেননি৷ কোনওভাবেই বাদশার থেকে ঘড়িটি নিতে একদমই রাজি হচ্ছিলেন ৷ তারপরই সরাসরি কিং খানের থেকে ঘড়িটি নিতে প্রত্যাখান করে দেন লেডি গাগা৷ বারণ করা সত্ত্বেও শাহরুখ তখন গাগার হাত টেনে তাঁকে ঘড়িটা পরানোর চেষ্টা করেই যাচ্ছেন৷ গাগাও তখন বাদশাকে বলেন, ঘড়িটি তুমি তোমার অনুরাগীদের দিয়ে দিও৷ তারপরই সোফার দিকে এগিয়ে যান শাহরুখ৷ গাগার এতটা কাছাকাছি এগিয়ে যেতে দেখেই শাহরুখকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: বারণ সত্ত্বেও লেডি গাগা-র কাছে এগিয়ে যাচ্ছেন শাহরুখ! গদগদ ভিডিও দেখে অবাক ভক্তরা, কী হয়েছিল জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement