Hema-Dharmendra: 'প্রেগন্যান্ট হেমা মালিনী'! ঘুণাক্ষরে টের পায়নি কেউ, স্ত্রীর জন্য কী করেছিলেন ধর্মেন্দ্র জানেন?

Last Updated:
Hema-Dharmendra: হেমার প্রেগন্যান্সির খবর পর্যন্ত কাউকে জানাতে দেননি অভিনেতা৷ স্ত্রীর জন্য কী করেছিলেন ধর্মেন্দ্র, শুনলে অবাক হয়ে যাবেন৷
1/5
 বলিউডের জনপ্রিয় জুটি হেমা মালিনী ও ধর্মেন্দ্রর প্রেমকাহিনি যেন সিনেমার চিত্রনাট্য৷ তাদের প্রেমকাহিনি নিয়ে আজও চর্চা তুঙ্গে৷  ১৯৮০ সালে ২ রা মে বিয়ে করেন হেমা ও ধর্মেন্দ্র৷ আপাতত দুই মেয়েকে নিয়ে হেমা ও ধর্মেন্দ্রর সুখের পরিবার৷
বলিউডের জনপ্রিয় জুটি হেমা মালিনী ও ধর্মেন্দ্রর প্রেমকাহিনি যেন সিনেমার চিত্রনাট্য৷ তাদের প্রেমকাহিনি নিয়ে আজও চর্চা তুঙ্গে৷ ১৯৮০ সালে ২ রা মে বিয়ে করেন হেমা ও ধর্মেন্দ্র৷ আপাতত দুই মেয়েকে নিয়ে হেমা ও ধর্মেন্দ্রর সুখের পরিবার৷
advertisement
2/5
একদিকে হেমাকে বিয়ে, অন্যদিকে প্রথম স্ত্রী প্রকাশকে তখনও ডিভোর্স দেননি ধর্মেন্দ্র৷ বিয়ের এক বছরের মধ্যেই মেয়ে এষার জন্ম হয়৷ সেই সময় হোমা-ধর্মেন্দ্রর নিয়ে চর্চা তুঙ্গে৷
একদিকে হেমাকে বিয়ে, অন্যদিকে প্রথম স্ত্রী প্রকাশকে তখনও ডিভোর্স দেননি ধর্মেন্দ্র৷ বিয়ের এক বছরের মধ্যেই মেয়ে এষার জন্ম হয়৷ সেই সময় হোমা-ধর্মেন্দ্রর নিয়ে চর্চা তুঙ্গে৷
advertisement
3/5
টালমাটাল পরিস্থিতিতে হেমার জন্য বড় পদক্ষেপ নিয়েছিলেন ধর্মেন্দ্র৷ এমনকী হেমার প্রেগন্যান্সির খবর পর্যন্ত কাউকে জানাতে দেননি অভিনেতা৷ স্ত্রীর জন্য কী করেছিলেন ধর্মেন্দ্র, শুনলে অবাক হয়ে যাবেন৷
টালমাটাল পরিস্থিতিতে হেমার জন্য বড় পদক্ষেপ নিয়েছিলেন ধর্মেন্দ্র৷ এমনকী হেমার প্রেগন্যান্সির খবর পর্যন্ত কাউকে জানাতে দেননি অভিনেতা৷ স্ত্রীর জন্য কী করেছিলেন ধর্মেন্দ্র, শুনলে অবাক হয়ে যাবেন৷
advertisement
4/5
 সালটা ২০০২৷ 'জিনা ইসি কা নাম হ্যায়'-শোতে হাজির হয়েছিলেন হেমা মালিনী ও তার বন্ধু নীতু কোহলি৷ সেই শো-তে এসেই সব কথা ফাঁস করেছিলেন নায়িকার বন্ধু নীতুই৷ তিনি বলেন, যখন এষার জন্ম হয় তখন কেউ অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানতে পারেননি৷
সালটা ২০০২৷ 'জিনা ইসি কা নাম হ্যায়'-শোতে হাজির হয়েছিলেন হেমা মালিনী ও তার বন্ধু নীতু কোহলি৷ সেই শো-তে এসেই সব কথা ফাঁস করেছিলেন নায়িকার বন্ধু নীতুই৷ তিনি বলেন, যখন এষার জন্ম হয় তখন কেউ অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানতে পারেননি৷
advertisement
5/5
 নীতু কোহলি আরও বলেন, ধর্মেন্দ্র এষার জন্য পুরো হাসপাতাল বুক করেছিলেন৷  ডঃ দস্তুরের নার্সিংহোমের প্রায় ১০০ টি ঘর বুর করেছিলেন৷ তিনি যে এটা করেছিলেন, এটাও কেউ জানত না৷ প্রকাশ্যে  নীতুর কাছ থেকে এই কথা শুনে লজ্জা পেয়ে গেছিলেন হেমা মালিনী৷
নীতু কোহলি আরও বলেন, ধর্মেন্দ্র এষার জন্য পুরো হাসপাতাল বুক করেছিলেন৷ ডঃ দস্তুরের নার্সিংহোমের প্রায় ১০০ টি ঘর বুর করেছিলেন৷ তিনি যে এটা করেছিলেন, এটাও কেউ জানত না৷ প্রকাশ্যে নীতুর কাছ থেকে এই কথা শুনে লজ্জা পেয়ে গেছিলেন হেমা মালিনী৷
advertisement
advertisement
advertisement