Parveen Babi: নাচে টেক্কা দিয়েছিলেন হেমা মালিনীকে, ব্যক্তিগত জীবনটাও রহস্যে মোড়া, কে এই অভিনেত্রী বলুন তো?

Last Updated:

Parveen Babi: তাঁর জীবনটাও যেন রহস্যে ভরা! ফলে মৃত্যুর পরেও তিনি চর্চায় থেকে গিয়েছেন। কথা হচ্ছে, অভিনেত্রী পারভিন বাবির!

নাচে টেক্কা দিয়েছিলেন হেমা মালিনীকে
নাচে টেক্কা দিয়েছিলেন হেমা মালিনীকে
মুম্বই: সৌন্দর্য, গ্ল্যামার আর সাবলীল অভিনয়ের জন্য সব সময় চর্চায় থেকেছেন তিনি। সত্তর-আশির দশকে ছক ভাঙা চরিত্রে দেখা যেত তাঁকে। শুধু তা-ই নয়, তাঁর জীবনটাও যেন রহস্যে ভরা! ফলে মৃত্যুর পরেও তিনি চর্চায় থেকে গিয়েছেন। কথা হচ্ছে, অভিনেত্রী পারভিন বাবির! বরাবরই চ্যালেঞ্জিং কোনও চরিত্রে অভিনয় করতে পছন্দ করতেন তিনি। যে চরিত্রগুলি হয়তো তাঁর সমসাময়িক অভিনেত্রীরা করতে স্বচ্ছন্দ বোধ করতেন না, সেই চরিত্রগুলিই অনায়াসে পর্দায় ফুটিয়ে তুলতেন পারভিন। আসলে সেই সময় নিজের ভাবমূর্তির সঙ্গে আপোস চাইতেন না অভিনেত্রীরা। কিন্তু পারভিন সেসব না ভেবে রক্ষণশীলতার ধারা ভেঙে সব ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন। এহেন অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন বি-টাউনের একাধিক অভিনেতা-পরিচালক।
শুধুমাত্র কেরিয়ারেই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এমনটা নয়, ব্যক্তিগত জীবনেও বেশ সাহসী ছিলেন পারভিন ববি। তৎকালীন রক্ষণশীল সমাজে ছোট পোশাক পরা থেকে শুরু করে প্রকাশ্যে ধূমপান কিংবা মদ্যপানও করা নিয়েও বহুবার সংবাদমাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিলেন। এমনকী লিভ-ইন রিলেশনশিপেও ছিলেন অভিনেত্রী। বলা ভাল, তাঁর জীবনের গল্প হার মানাবে পর্দার চলচ্চিত্রকেও।
গুজরাতের এক পাশতুন পরিবারে জন্ম অভিনেত্রীর। মাত্র ১০ বছর বয়সে হারিয়েছিলেন বাবাকে। মেধাবী পারভিনের পড়াশোনা কনভেন্টে। ১৯৭২ সালে মডেলিংয়ের দুনিয়ায় পা রাখেন পারভিন বাবি। আর তার পরের বছরেই ‘চরিত্র’ ছবির হাত ধরে প্রবেশ করেন রুপোলি দুনিয়ায়। ওই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল খ্যাতনামা ক্রিকেট তারকা সেলিম দুররানিকে।
advertisement
advertisement
এরপর অবশ্য পিছনে ফিরে তাকাতে হয়নি পারভিনকে। একে একে নানা ধরনের চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের জমি শক্ত করেছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে ‘ত্রিমূর্তি’, ‘দিওয়ার’, ‘কালা সোনা’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘চোর সিপাহি’, ‘শান’, ‘ক্রান্তি’, ‘কালিয়া’, ‘নমক হালাল’-এর মতো হিট ছবি। এর মধ্যে ক্রান্তি ছবিতে ‘মারা ঠুমকা’ গানে নাচের জাদু ছড়িয়ে দিয়েছিলেন তিনি। সেখানে ছবির প্রধান নায়িকা নৃত্য পারদর্শী হেমা মালিনীর নাচও ফিকে হয়ে গিয়েছিল। যাইহোক, ১৯৮৮ সালে পারভিন বাবি অভিনয় করেছিলেন ‘আকর্ষণ’ ছবি। এটাই ছিল তাঁর কেরিয়ারের শেষ ছবি।
advertisement
পেশাগত জীবন তো বটেই, তাঁর ব্যক্তিগত জীবনও ছিল রঙিন। ড্যানির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন পারভিন। সেসব নিয়ে অবশ্য রাখঢাক ছিল না। এরপর কবির বেদীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। সেটাও খোলাখুলি জানিয়েছিলেন। এমনকী অমিতাভ বচ্চনের সঙ্গেও পারভিনের ঘনিষ্ঠতা নিয়ে জোর চর্চা হয়েছে। অবশেষে পারভিনের জীবনে আসেন পরিচালক মহেশ ভাট। অভিনেত্রীর প্রেমে পাগল হয়ে স্ত্রী-সন্তানদেরও ছেড়েছিলেন মহেশ। তবে পারভিনের কিছু অদ্ভুত আচরণের কারণে তাঁকে ছেড়ে ফের নিজের সংসারে ফিরে যান তিনি। শোনা যায়, একবার রাস্তায় অর্ধনগ্ন অবস্থায় দৌড়চ্ছিলেন পারভিন। অনেক কষ্টে তাঁকে নিয়ন্ত্রণে এনে হাসপাতালে নিয়ে যান মহেশ। চিকিৎসক জানান, অভিনেত্রীর ‘প্যারানয়েড স্কিৎজোফ্রেনিয়া’ রয়েছে। ধীরে ধীরে পারভীনের অবস্থা খারাপ হতে থাকে।
advertisement
এরপর শান্তির সন্ধানে অভিনেত্রী আধ্যাত্মিক গুরু ইউ.জি. কৃষ্ণমূর্তিকে নিয়ে বিদেশ ভ্রমণ শুরু করেন। এই সময় আমেরিকার জন এফ কেনেডি বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়, কারণ তিনি নিজের নাগরিকত্বের কোনও প্রমাণ দিতে পারেননি। ভারতীয় দূতাবাসে খবর পৌঁছলে উদ্ধার করা হয় পারভিনকে। একটা সময় ছিল সৌন্দর্য-চেহারা সব কিছুই নষ্ট হয়ে যায় তাঁর, এমনকী মানুষও তাঁকে এড়িয়ে চলতে শুরু করে। নিভৃতেই থাকতেন এক সময় পর্দায় রাজত্ব করা অভিনেত্রী। অবশেষে ২০০৫ সালে তাঁর নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় উদ্ধার করা হয় পারভিনকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Parveen Babi: নাচে টেক্কা দিয়েছিলেন হেমা মালিনীকে, ব্যক্তিগত জীবনটাও রহস্যে মোড়া, কে এই অভিনেত্রী বলুন তো?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement