Saurav-Darshana Video: বিয়ের পর বন্ধ ঘরে কী শুরু করছেন সৌরভ-দর্শনা? ভিডিও ভাইরাল হুহু করে

Last Updated:

তাঁদের বিয়ে এবং দাম্পত্য জীবনে নিয়ে সকলেরই খুব বেশি আগ্রহ রয়েছে৷ খুবই তাড়াতাড়ি নিজেদের বিয়ের দিন ঘোষণা করেন দু’জন৷

কলকাতা: বিয়ে করে জমিয়ে সংসার করছেন সৌরভ-দর্শনা৷ এক মাসও পার হয়নি তাঁদের বিয়ের৷ ১৫ জানুয়ারি বিয়ের এক মাস পার করবেন দুই তারকা৷ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় সৌরভ দাস৷ দর্শনা বণিকও সমান ভাবে পরিচিত সকলের কাছে৷ ফলে তাঁদের বিয়ে এবং দাম্পত্য জীবনে নিয়ে সকলেরই খুব বেশি আগ্রহ রয়েছে৷
খুবই তাড়াতাড়ি নিজেদের বিয়ের দিন ঘোষণা করেন দু’জন৷ বিয়ে হয় ধুমধাম করে৷ ‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। আর তারপর প্রেম এবং বিয়ে৷
আরও পড়ুনMithun Chakraborty News: সবই পেয়েছেন, তবু থেকে গিয়েছে আক্ষেপ, টাকা-খ্যাতি থেকেও যা নেই মিঠুনের জীবনে
এবার এই দুই তারকাই বন্ধ ঘরে কী করছেন, তা এল প্রকাশ্যে৷ সামনে নিয়ে এলেন সৌরভ দাস নিজেই! দেখা গেল তাঁকে স্ত্রীর সেবা করতে! সৌরভ সব সময় হাসিখুশি৷ মজা করতে ভালবাসেন৷ সেভাবেই তিনি এই ভিডিও করেছেন এবং সেটা দেখেই সকলে মজাই পেয়েছেন৷ এটি একটি রিলস, যা সাধারণত তারকারা করে থাকে৷ এই ভিডিও মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাদের ভিইউয়ারশিপ বৃদ্ধি পায়, বাড়ে জনপ্রিয়তাও৷
advertisement
advertisement
advertisement
সৌরভ-দর্শনার জুটি পছন্দ দর্শকদের৷ এর আগে অনিন্দিতার সঙ্গে সম্পর্ক ছিল সৌরভের৷ লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁরা এমনকী নিজেদের জন্য একটি ফ্ল্যাট কিনেও সাজান সুন্দর করে৷ তবে সেই সম্পর্ক টেকেনি৷ এরপরই দর্শনার সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিয়ে৷ আপাতত সৌরভ ব্যস্ত তাঁর কাজ নিয়ে এবং তার সঙ্গে শুরু হচ্ছে সিসিএল৷ সেখানেই সক্রিয়ভাবে ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saurav-Darshana Video: বিয়ের পর বন্ধ ঘরে কী শুরু করছেন সৌরভ-দর্শনা? ভিডিও ভাইরাল হুহু করে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement