Mithun Chakraborty News: সবই পেয়েছেন, তবু থেকে গিয়েছে আক্ষেপ, টাকা-খ্যাতি থেকেও যা নেই মিঠুনের জীবনে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Mithun Chakraborty Health Update: মিঠুনের জীবনে যেন সবকিছুই ঘটেছে খুব হঠাৎ করে৷
অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে ইতিমধেই চিন্তা বাড়ছে অনুরাগীদের৷ শনিবার সাতসকালেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা৷ তড়িঘড়ি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মিঠুন চক্রবর্তীকে৷ এখনও তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন৷ বাবার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন মিঠুনের বড় ছেলে মিমো৷এদিন মিঠুন ও মিমোর সঙ্গে ছিলেন ‘শাস্ত্রী’ ছবির অন্যতম প্রযোজক অতুন রায় চৌধুরী৷ আগের চেয়ে বেশ কিছুটা সুস্থ
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
'ডিস্কো ড্যান্সার' ছাড়াও মিঠুন চক্রবর্তী নিরাপত্তা, সহস, ভারদাত, ওয়ান্টেড, বক্সার, পেয়ার ঝুকতা নেহি, পেয়ারি ব্রাহ্মণ, অবিনাশ, ডান্স ডান্স, প্রেম প্রতিজ্ঞা, মুজারিম, অগ্নিপথ, যুগন্ধর, দ্য ডন এবং জল্লাদের মতো ছবিতে কাজ করেছেন। মিঠুন গত ৪৭ বছর ধরে ছবির জগতে সক্রিয় রয়েছেন এবং এখনও তাঁর পারফরমেন্স সকলের মন ভরিয়ে দেয়৷ কিন্তু আফশোস যে এরপরও তাঁর কপালে জোটেনি সুপারস্টারের তকমা৷ এই অসম্পূর্ণতাই যেন চিরকাল রয়ে যাবে তাঁর জীবনে৷
advertisement
হিন্দিতে মিঠুনকে শেষ দেখা গিয়েছিল 'দ্য কাশ্মীর ফাইলস'-এ, যেটি বক্স অফিসে সফল হয়েছিল। বাংলায় তাঁর ছবি কাবুলিওয়ালা মুক্তি পেয়েছে৷ মিঠুন এ পর্যন্ত বাংলা, হিন্দি, ওড়িয়া, ভোজপুরি, তামিল, তেলেগু, কন্নড় এবং পঞ্জবি ছবি সহ ৩৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। রিপোর্ট অনুযায়ী, মিঠুন চক্রবর্তী তার ক্যারিয়ারে ১৮০টি ফ্লপ ছবিও দিয়েছেন কিন্তু তিনি এখনও ইন্ডাস্ট্রিতে আধিপত্য বিস্তার করেছেন। এখন টিভি রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করছেন।