বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথমদিন, কী রাঁধলেন শুভশ্রী?
Last Updated:
#কলকাতা: বাওয়ালি রাজবাড়ির দিকেই নজর ছিল গোটা টলি ইন্ডাস্ট্রির ৷ সোশ্যাল মিডিয়া, আর টেলিভিশনের পর্দায় সর্বক্ষণ চোখ রেখেছেন ভক্তরা ৷ রাজ-শুভশ্রীর বিয়ে বলে কথা ৷ এলাহি আয়োজন ৷ তারকাদের উপস্থিতিতে একটা ঝলমলে ব্যাপার ছিল গত তিনদিন ধরে ৷
আইবুড়ো ভাত থেকে মেহেন্দি সবই হয়েছে জাঁকের সঙ্গে ৷ আর বিয়ের দিন যে আয়োজনটা আরেকটু বেশি ছিল সে কথা আর নতুন করে বলার কিছু নেই ৷ বিয়ের পর বেজায় খুশি নবদম্পতি ৷ রাজ আর শুভশ্রীকে নিয়ে আমোদ তো একটু হবেই টলি-টাউনের মোস্ট হ্যাপেনিং কাপল বলে কথা ৷ ভক্তদের কাছে যতোই স্টারভ্যালু থাকুক না কেন, দুই বাড়ির কাছে তাঁরা বড়ই আপনার ৷ খুবই কাছের ৷ বড্ড আদরের দুটো মানুষের এতদিনের সম্পর্ক এতদিনে পরিণতি পেল ৷ তাঁরা সুখে থাকুক, ভালো থাকুক -এই কামনাই সর্বক্ষণ ৷
advertisement
advertisement
advertisement
তাই কোনওরকম ঝুঁকি নিতে চাননি রাজ ও শুভশ্রীর বাড়ির লোকজন ৷ বিয়ের সমস্ত অনুষ্ঠানই হয়েছে নিয়ম মেনে ৷ বিয়েতে যাতে কোনও ত্রুটি না থাকে, সেই কারণে বর্ধমান থেকে এসেছিলেন পুরুত ৷ সদ্য বিবাহিত রাজ-শুভশ্রীও বাধ্য ছেলে-মেয়ের মতো মেনেছেন সব আচারই ৷ শ্বশুরবাড়িতে পৌঁছেছেন দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের আদরের মেয়েটি ৷ যে কিনা এই মুহূর্তে টলিউড আর ঢালিউড কাঁপাচ্ছেন ৷ তবে রাজের বাড়ির মানুষজনের কাছে তো শুভশ্রী নতুন বৌমা ৷ পালন করতে হবে স্ত্রী আচার ৷ আর বাকি পাঁচটা হিন্দু সদ্য বিবাহিত রমণীর মতো শুভশ্রীও কিন্তু সেই আচার-অনুষ্ঠান পালন করে গেলেন ৷
advertisement
Cooking time @subhashreeganguly_real di A post shared by Subhashree Ganguly FC Howrah (@subhashreegangulyfanclubhowrah) on
advertisement
সম্প্রতি ইনস্টাগ্রামে শুভশ্রীর এমনই একটি ছবি প্রকাশ পেয়েছে ৷ যেখানে শুভশ্রীকে রান্না করতে দেখা যাচ্ছে ৷ আসলে একটি লোকাচার রয়েছে, যেখানে বিয়ে হওয়ার পর নতুন বৌকে ‘দুধ উথলে পড়া’ দেখতে হয় ৷ যা নাকি সংসারে সমৃদ্ধি ডেকে আনে ৷ সেই রীতি পালন করার সময় ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2018 3:12 PM IST