Vicky Kaushal: স্যাম বাহাদুরের চরিত্রে অনবদ্য ভিকি, স্থান পেলেন কিংবদন্তি আমুলের বিজ্ঞাপনে! বিশ্বাসই করতে পারছেন না অভিনেতা

Last Updated:

Vicky Kaushal: আমুলের সাম্প্রতিক বিজ্ঞাপনে ফিচার করা হল ভিকি কৌশলকে। যা দেখে যারপরনাই আপ্লুত অভিনেতা। এমনকী ধন্যবাদ জানাতেও ভোলেননি ওই সংস্থাকে।

স্যাম বাহাদুরের চরিত্রে অনবদ্য ভিকি
স্যাম বাহাদুরের চরিত্রে অনবদ্য ভিকি
বর্তমানে ‘স্যাম বাহাদুর’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য চর্চার কেন্দ্রে রয়েছেন অভিনেতা ভিকি কৌশল। ভারতীয় সেনাবাহিনীতে ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র অবদান নিয়েই গল্পের প্রেক্ষাপট আবর্তিত হয়েছে। স্যাম মানেকশ-র নামভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভিকি। আর সবথেকে বড় কথা হল, মানেকশ-র সঙ্গে এক অদ্ভুত সাদৃশ্য পাওয়া গিয়েছে ভিকির। শুধু তা-ই নয়, ফিল্ড মার্শালের ওই বডি ল্যাঙ্গুয়েজও সূক্ষ্ম ভাবে জীবন্ত করে তুলতে পেরেছেন অভিনেতা। আর এই ছবিতে কিংবদন্তী চরিত্রে অভিনয় করার জন্য ভিকির মুকুটে যোগ হয়েছে আরও একটি পালক। আমুলের সাম্প্রতিক বিজ্ঞাপনে ফিচার করা হল ভিকি কৌশলকে। যা দেখে যারপরনাই আপ্লুত অভিনেতা। এমনকী ধন্যবাদ জানাতেও ভোলেননি ওই সংস্থাকে।
মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’ ছবিতে ভিকি কৌশলের দুরন্ত অভিনয়ের প্রশংসা করেছে আমুল। তাদের বিজ্ঞাপনে স্থান পেয়েছেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-রূপী ভিকি। ওই পোস্টারটি শেয়ার করে ভিকি লিখেছেন, “এই স্বীকৃতি সব সময় বিশেষ ভাবে অনুভূত হয়! ধন্যবাদ @amul_india!”
advertisement
advertisement
এদিকে সম্প্রতি মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে গিয়েছিলেন ভিকি কৌশল। আসলে ‘স্যাম বাহাদুর’ ছবির একেবারে শেষে যখন পর্দায় ক্রেডিটস ভেসে উঠেছে, তখন হাজির হয়েছিলেন অভিনেতা। ভক্তদের সঙ্গে কিছু আনন্দের মুহূর্তও ভাগ করে নেন তিনি।
ভিকি লিখেছেন, “গতকালের রাত ছিল ভীষণই স্পেশাল। আমাদের প্রিয় ভক্তদের সঙ্গে মিলে #SamBahadur উদযাপন করেছি। তাঁর কিছু উক্তি বলেছি, তাঁর মতো কায়দায় হেঁটেছি, যুদ্ধের কিছু গল্প ভাগ করে নিয়েছি, হাততালি দিয়েছি এবং এমনকী চোখের জলও ফেলেছি। ওই মানুষটির প্রতি আমাদের সঙ্গে ভালবাসা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। বাড়ি থেকে বেরিয়ে এসে প্রেক্ষাগৃহ ভরানোর জন্য আপনাদের ধন্যবাদ। যেটা আমি বলতে পারি, সেটা হল আমি ঠিক আছি স্যুইটি!”
advertisement
প্রসঙ্গত ‘স্যাম বাহাদুর’ হল ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র বায়োপিক। প্রায় চার দশক ধরে ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন তিনি। তাঁর কেরিয়ারে রয়েছে পাঁচটি যুদ্ধ। আসলে তিনিই ছিলেন প্রথম ভারতীয় সেনা অফিসার, যিনি ফিল্ড মার্শালের পদে উন্নীত হয়েছিলেন। মানেকশ এবং ভারতীয় সেনাবাহিনীতে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এই ছবিটির মাধ্যমে। গত ১ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে স্যাম মানেকশ-র স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। আবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করেছেন ফতিমা সানা শেখ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal: স্যাম বাহাদুরের চরিত্রে অনবদ্য ভিকি, স্থান পেলেন কিংবদন্তি আমুলের বিজ্ঞাপনে! বিশ্বাসই করতে পারছেন না অভিনেতা
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement