Viral video: 'আমার কোনও যোগ্যতা নেই', আত্মহত্যার ইঙ্গিত দিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইউটিউবার
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Viral video : ইউটিউবার ঐশ্বর্যা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন এবং জানালেন এটিই তাঁর শেষ ভিডিও।
#কলকাতা: বিনোদন জগতে উঠতি অভিনেতা বা মডেলদের পর পর আত্মহত্যার ঘটনা নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল দিন কয়েক আগেই। সেই সোশ্যাল মিডিয়াতেই ফের আত্মহত্যার ইঙ্গিত। ইউটিউবার ঐশ্বর্যা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন এবং জানালেন এটিই তাঁর শেষ ভিডিও।
অষ্টাদশী ইউটিউবার দাবি করেছেন, তাঁকে বেশ কিছুদিন ধরে ট্রোল করা হচ্ছে। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ১লক্ষ ২৮ হাজার। কিন্তু ট্রোলারদের দাবি, ঐশ্বর্যের মধ্যে কোনও প্রতিভা নেই। শুধুমাত্র নিজের দিদি ও জামাইবাবুর খ্যাতির জন্য তিনি নাম করেছেন। ভিডিওতে কাঁদতে কাঁদতে এইসবই বলতে থাকেন ঐশ্বর্য।
ঐশ্বর্য তাঁর ভিডিওয় বলছেন, "এরকম কথা শুনতে হবে জানলে ইউটিউবে আসতাম না। আমাকে ফোন করে ঠেস দিয়ে বলা হচ্ছে তোর কোনও ট্যালেন্ট নেই। বলা হচ্ছে আমি জিরো। বাড়ি থেকে বেরোলে সবাই আমায় দেখে হাসছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের কমেন্ট বক্সে সবাই বলছে আমি বিগ জিরো। আমি এগুলি আর নিতে পারছি না। আমার দোষ কী? আমি তো মানুষ। আমাকে কি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে!"
advertisement
advertisement
ঐশ্বর্য এও বলছেন, "কেউ আমার ভিডিও কনটেন্ট খারাপ বলুক আমি মেনে নেব। কিন্তু আমায় ব্যক্তিগত ভাবে এমন কেন বলা হচ্ছে যে আমার কোনও যোগ্যতা নেই, প্রতিভা নেই। আমি একা একাই ভিডিও বানাই। মায়ের সঙ্গে বানাই। দিদি-প্রীতমদা বাড়িতে অনুষ্ঠান থাকলে আসে। আমি তো একটা মানুষ। আমার সহ্য করার সীমা আছে।"
advertisement
এই ভিডিওয় ঐশ্বর্য প্রশ্ন তুলেছেন, তাঁর পুলিশের কাছে অভিযোগ জানানো উচিত নাকি আত্মহত্যার পথ বেছে নেওয়া উচিত। ভিডিওটি উদ্বেগ ছড়িয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনরা তাঁকে শান্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। জানা যাচ্ছে, ঐশ্বর্যের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ট্রোলারদের বিরুদ্ধে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2022 7:00 PM IST