Viral Video: সলমন খানকে একের পর এক চুমুতে ভরালেন শেহনাজ গিল ! ইদের ভিডিও ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: চুমুর পর চুমু। থামতেই চাইছেন না শেহনাজ গিল। আপত্তি নেই সলমন খানেরও ! ভাইরাল ভিডিও বাড়াচ্ছে জল্পনা
#মুম্বই: গতকাল ছিল খুশির ইদ। এই দিন শুধু সাধারণ মানুষ নন, আনন্দে মাতেন বলিউডের সেলেবরাও। টলিউডেও চলে ইদের উৎসব। গতকাল নুসরত থেকে শুরু করে অনেক টলি তারকাই ইদের শুভেচ্ছা জানিয়েছেন। দু'বছর করোনার জন্য ইদের দিন দেখা দেননি বি টাউনের বাদশা শাহরুখ খান। গতকাল দু'বছর পর প্রথমবার কিং খানকে দেখা গিয়েছে বাড়ির ছাদে এসে দাঁড়াতে। 'মন্নত'-এর সামনে জড়ো হওয়া হাজার হাজার ভক্তের সঙ্গে ছবি তুলেছেন। সেই ছবি পোস্ট কিং খানও শুভেচ্ছা জানিয়েছেন।
এই দিন সলমন খান প্রতি বছর একটি বড় পার্টি দেন। সেখানে বি-টাউনের প্রায় সকলেই আসেন। এ বছরও অন্যথা হয়নি। তবে সলমন খান এবারের ইদের পার্টি রেখেছিলেন বোন অর্পিতার বাড়িতে। সেখানেই গিয়েছেন বি-টাউনের প্রায় সকলেই।
advertisement
advertisement
তবে এই ইদের পার্টিতে একটি দারুণ মুহূর্ত ধরা পড়েছে। এই সেই ভিডিওর মুখ্য চরিত্র শেহনাজ গিল ও সলমন খান। এই দিন কালো পোশাকে সলমনের পার্টিতে এসেছিলেন শেহনাজ। বিগবসের ঘর থেকেই পাঞ্জাবি কন্যে শেহনাজকে পছন্দ করেন সলমন খান। আসলে শেহনাজ তাঁর শিশু-সুলভ সরলতায় জিতেছেন ভাইজানের মন। বিগবসের ঘরেই সিদ্ধার্থ শুক্লার সঙ্গে ঘনিষ্টতা বাড়ে শেহনাজের। কিন্তু সিদ্ধার্থের হঠাৎ মৃত্যু শোকের ছায়া নিয়ে এসেছিল শেহনাজের জীবনে।
advertisement
বহু দিন নিজেকে ঘরের বাইরে আনেননি শেহনাজ। তবে এখন সব কিছু ভুলে ফের স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন তিনি। ইদের পার্টিতে সলমন গাড়িতে তুলে দিতে গেলেন শেহনাজকে। সলমনের হাত টেনে নিয়ে আসলেন শেহনাজ। এখানেই শেষ নয়, পাপারাৎজিদের সামনেই ভাইজানকে জড়িয়ে ধরে গালে চুমু খেলেন। বুকে চুমু খেলেন। তবে এখানে প্রেম নেই। এই চুমুতে আছে স্নেহ। এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। ফের একবার সলমনের প্রশংসা করেছেন সকলে। শোনা যাচ্ছে সলমনের সঙ্গে এবার অভিনয় করতে দেখা যাবে শেহনাজ গিলকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2022 1:47 PM IST